সালাম মুর্শেদীর বাড়ি
১৫ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে অভিযোগ অনুসন্ধান প্রতিবেদন ১৫ অক্টোবরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তা না করলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আদালত অবমাননা হবে বলে আদেশে উল্লেখ করা হয়। বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
শুনানিতে ব্যারিস্টার সুমন বলেন, আদালত বারবার আদেশ দেওয়ার পরও দুদক আদালতে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করছে না। দুদক এক ধরনের মোকারি করছে। এ সময় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, প্রতিবেদন প্রস্তুত আছে। এখন কমিশনের অনুমোদনের অপেক্ষায় আছে। আমরা যেনতেন প্রতিবেদন জমা দিতে পারি না। বিচার বিশ্লেষণ শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে। এজন্য সময়ের প্রয়োজন। ব্যারিস্টার সুমন বলেন, একই কথা আদালতে বারবার বলছেন। হাইকোর্টের আদেশের চেয়ে কি দুদক কমিশনারদের বৈঠক বড় হয়ে গেল? দুদকের সদিচ্ছা থাকলে প্রতিবেদন দাখিলে এত সময় নেওয়ার কথা নয়। দুদক আদালতের আদেশ মানছে না। এ কারণে দুদকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হওয়া উচিত। পরে হাইকোর্টের হস্তক্ষেপে উভয়পক্ষ শান্ত হন। ১৬ জানুয়ারি খুলনা-৪ আসনের সংসদ-সদস্য ও বাফুফে সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়িসংক্রান্ত মূল নথি ও এসংক্রান্ত প্রতিবেদন এফিডেভিট করে এক সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।
গুলশানে সরকারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাড়ি বানানোর অভিযোগে সালাম মুর্শেদীর বিরুদ্ধে রিট করা হয়। গত বছর ৬ নভেম্বর আইনজীবী ব্যারিস্টার সুমন এ রিট করেন। রিটে দুদকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।