আইআরআই’র জরিপ
তবুও তত্ত্বাবধায়ক সরকার চান বাংলাদেশিরা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে দেশব্যাপী একটি জরিপ চালিয়েছে। এতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন ৭০ শতাংশ মানুষ। প্রধানমন্ত্রীর কাজের প্রতি সন্তুষ্ট থাকলেও অনেকেই মতামত দিয়েছেন তারা চান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক।
মঙ্গলবার আইআরআই-এর ওয়েবসাইটে ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ, মার্চ-এপ্রিল ২০২৩’ শীর্ষক জরিপ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। ২০২৩ সালের ১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত দেশের ৬৪ জেলার ৫ হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর এ জরিপ চালানো হয়।
জরিপের ফলাফলে জানা যায়, দেশের বেশির ভাগ নাগরিক মনে করেন, দেশ ভুল পথে চালিত হয়েছে। কিন্তু সরকার জনগণের সমর্থন ধরে রাখতে পেরেছে। তবে বিরোধী দলের জনপ্রিয়তাও বেড়েছে।
এদিকে জরিপে অংশ নেওয়াদের মধ্যে মাত্র ৪৪ শতাংশ বলেছে দেশ সঠিক পথে চলছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে এই হার ছিল ৭৬ শতাংশ। নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির কারণেই মানুষের মতামতে পরিবর্তন এসেছে বলে জানিয়েছে আইআরআই। জরিপে অংশ নেওয়া একজন বলেছেন, আমার স্বামীর বেতন বাড়েনি; কিন্তু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে।
স্বচ্ছতা ও নিরপেক্ষতা উন্নত হলে জরিপে অংশগ্রহণকারীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আগ্রহী বলে জানিয়েছেন। জরিপে ৯২ শতাংশ বলেছে, আগামী জাতীয় নির্বাচনে তাদের ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। ৫৭ শতাংশ উত্তরদাতা বলেছে, তারা ‘খুব সম্ভবত’ ভোট দেবে। যারা ভোট দিতে চায় না তারা নির্বাচনি জালিয়াতি এবং ভোটার নিবন্ধনসংক্রান্ত সমস্যাকে ভোটদানের প্রধান বাধা হিসাবে উল্লেখ করেছে। জরিপে অংশগ্রহণকারীদের ৪৪ শতাংশ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনব্যবস্থায় ফেরাকে সমর্থন করে।
আরআরআই-এর দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক স্টিভ সিমা বলেছেন, এটি আশাজনক যে মানুষ অবাধ, সুষ্ঠু এবং প্রতিযোগিতামূলক নির্বাচন চান। এই জরিপের ফলাফলে উঠে এসেছে বাংলাদেশিরা আগামী শীতের নির্বাচনে সত্যিকার অর্থে নিজেদের ইচ্ছার প্রতিফলন দেখতে চান। সূত্র: আইআরআই