Logo
Logo
×

শেষ পাতা

তারেক-জোবাইদার রায়

প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের জ্ঞাতআয়বহির্ভূত সম্পদের মামলায় কারাদণ্ডের রায়ের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, রাতের বেলা আদালতে স্বাক্ষ্য গ্রহণ করে ফরমায়েসি রায়ের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়েছে। এ রায় দেশের জনগণ মানে না। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ সরকার অবৈধ রায়ের মাধ্যমে এক দফা আন্দোলন থামিয়ে দিতে চায়। আমরা সর্বশক্তি দিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে এ অবৈধ সরকারকে গদি থেকে টেনেহিঁচড়ে নামাব। কয়েকটি জায়গায় এসব কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বরিশাল : বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের পরিচালনায় বক্তৃতা করেন যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার বাবুল, যুগ্ম-আহ্বায়ক কেএম শহিদুল্লাহ, সদস্য আনম সাইফুল আহসান আজিম, নুরুল আলম ফরিদ, জাহিদুর রহমান রিপন, আহমেদ জেকি অনুপম প্রমুখ।

গাজীপুর, টঙ্গী শিল্পাঞ্চল ও টঙ্গী পশ্চিম : শহরের রাজবাড়ি রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে গাজীপুর সদর মেট্রো থানা বিএনপি। মিছিলে সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান এলিস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, সাংবাদিক দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট নাসির উদ্দিন নাসির, আব্দুল মোতালিব, চৌধুরী কামরুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর বার প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন ফোরামের সভাপতি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট মোস্তফা কামান, অ্যাডভোকেট সিরাজ উদ্দিন, সাইফুল ইসলাম মোল্লা প্রমুখ। টঙ্গীতে মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম ও মহানগর তাঁতীদলের সভাপতি তাজুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। এ ছাড়াও চান্দনা চৌরাস্তাসহ জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করার খবর পাওয়া গেছে।

বগুড়া : জেলা বিএনপির উদ্যোগে শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। কিছুদূর যাওয়ার পর মিছিল দলীয় কার্যালয়ে ফিরে আসে। সেখানে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সমাবেশে চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জয়নাল আবেদীন চাঁন, সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, এমআর ইসলাম স্বাধীন, লাভলী রহমান, খাদেমুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রাকিবুল ইসলাম শুভ, আবু হাসান, সাইদুল ইসলাম, নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ বক্তৃতা করেন।

নাটোর ও লালপুর : জেলা বিএনপি দলের আলাইপুরের অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ। এ ছাড়া জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের ওপর দুর্বৃত্তদের হামলার ও গ্রেফতারের প্রতিবাদে লালপুর উপজেলা বিএনপি লালপুর-ঈশ্বরদী মহাসড়কের গৌরিপুর স্কুল মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোলাম, যুবদলের আহবায়ক আব্দুস সালাম, রফিকুল ইসলাম, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক আলী মিষ্টু প্রমুখ।

কিশোরগঞ্জ : বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক রথখোলা ময়দানে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সেখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আসফাক, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সিনিয়র সহসভাপতি মো. শাহীন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি বাহার, ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মেবিন প্রমুখ বক্তৃতা করেন।

কুমিল্লা : পুলিশের বাধার মুখে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি। এ সময় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতাকর্মীরা। এতে বক্তৃতা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ূম, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির প্রমুখ।

মাগুরা : বিএনপি-যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শহরের মাইক্রো বাসস্ট্যান্ড এলাকা থেকে বের হওয়া মিছিলটি পিটিআই স্কুলের সামনে পৌঁছলে পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

নেত্রকোনা : জেলা ছাত্রদল মিছিল করেছে। মিছিলটি শহরের কুড়পাড় এলাকার মাস্টারবাড়ি রোড থেকে বের হয়ে একই এলাকার গ্যাস অফিসের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর পরিচালনায় সভায় বক্তৃতা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক আজহারুল ইসলাম কমল, জেলা ছাত্রদলের সহসভাপতি শামসুল হুদা শামীম, সিনিয়র যুগ্ম-সম্পাদক শাহরিয়ার রহমান সাঈদ প্রমুখ।

বরগুনা (দক্ষিণ) : জেলা ছাত্রদল বরগুনা পৌর শহরের পশ্চিম বরগুনা এলাকা থেকে মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের দিকে যাওয়ার পথে পুলিশ নৌবন্দর এলাকায় বাধা দেয়। পরে নেতাকর্মীরা মিছিল শেষ করে জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান নেন। মিছিলে জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

জয়পুরহাট : জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় রাসেল সরদারের চাতাল থেকে বিক্ষোভ মিছিল বের করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনানের নেতৃত্বে বের হওয় বিক্ষোভ মিছিলটি শহরের বাটার মোড়ের দিকে যাওয়ার সময় বঙ্গবন্ধু সড়ক মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভ মিছিলটি ফিরিয়ে দেয়। ফলে বিক্ষোভ মিছিলটি স্থানীয় রাসেলের চাতাল এলাকায় গিয়ে সমাবেশ করে। এ সমাবেশে জয়পুরহাট সদর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট হেনা কবীর, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান বক্তৃতা করেন।

ফুলপুর (ময়মনসিংহ) : তারাকান্দায় বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিএনপি নেতা আব্দুল সালাম তালুকদার, আব্দুল মালেক, আশাদুল মন্ডল, রাকিব তালুকদার, ইয়াসিন আলী মেম্বার, রাসেল মন্ডল, যুবদল নেতা মোস্তাক আহমেদ প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম