Logo
Logo
×

শেষ পাতা

কোনোমতে রক্ষা ৪ জনের

নান্দাইলে অবৈধ জালে আটকা পড়ে ২ কিশোরের মৃত্যু

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নান্দাইলে অবৈধ জালে আটকা পড়ে ২ কিশোরের মৃত্যু

লাশ দেখতে উৎসুক জনতার ভিড়

নান্দাইল উপজেলার নরসুন্ধা নদে গোসল করতে নেমে মাছধরার অবৈধ জালে আটকা পড়া ছয় কিশোরের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার আচারগাঁও ইউনিয়নের গারুয়া ও আমোদাবাদ গ্রামের মাঝখান দিয়ে প্রবাহিত নদে এ ঘটনা ঘটে। চারজন কোনোক্রমে তীরে উঠলেও দুজন নিখোঁজ হয়। কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল গিয়ে তাদের লাশ উদ্ধার করে। তারা হলো-সোহাগ মিয়া ও কামরুল ইসলাম।

স্থানীয়রা জানান, বেলা ৩টার দিকে নরসুন্ধা নদে গোসল করতে নামে গারুয়া গ্রামের হরমুজ আলীর ছেলে সোহাগ মিয়া (১৩), নজরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (১২), উজ্জ্বল মিয়ার ছেলে ওমর ফারুক (১৩), রফিক মিয়ার ছেলে রায়হান মিয়া (১২), ফারুক মিয়ার ছেলে ফাহিম হোসেন (১৩) ও মোবারক হোসেনের ছেলে মোস্তাকিম (১৩)। কলার ভেলায় চড়ে তারা খেলা করতে থাকে। একপর্যায়ে স্রোতের টানে ভেলাটি আমেদাবাদ গ্রামের আলীম উদ্দিনের মাছ ধরার অবৈধ বাঁধের কাছে যায়। এরপর সেখানে পেতে রাখা অবৈধ জালে (ড্রিম জালের) ভেলাটি ঢুকে পড়লে ছয় কিশোর আটকা পড়ে।

নিজেদের চেষ্টায় চারজন বাঁচতে পারলেও সোহাগ ও কামরুল জাল থেকে বের হতে পারেনি। খবর পেয়ে গ্রামের লোকজন ও স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা তাদের খোঁজে তল্লাশি চালান। পরে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল তাদের লাশ উদ্ধার করে। জাল থেকে কৌশলে বের হয়ে আসা কিশোর ওমর ফারুক জানায়, তারা সুজিত বাবুর বাড়ির ঘাট থেকে ভেলায় চড়ে খেলা করছিল। কিন্তু কখন ভোলাটি বাঁধের জালে ঢুকে পড়ে তা তারা বুঝতে পারেনি। প্রতিবেশী তসলিম উদ্দিন জানান, ওই বাঁধটিতে প্রতিবছর কোনো না কোনো অঘটন ঘটে। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, নদে বাঁধ দিয়ে মাছ শিকার বেআইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম