বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল
তিন নবজাতকের জন্মে আন্তঃবিভাগ সেবা শুরু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
তিন নবজাতক জন্মদানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের আন্তঃবিভাগ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার হাসপাতালের ‘মাদার অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার’ ‘লোয়ার ইউটেরাইন সিজারিয়ান সেকশন’ (এলইউসিএস) অস্ত্রোপচারের মাধ্যমে তিনজন প্রসূতি সন্তান জন্ম দেন।
তারা হলেন-মোছা. ফারাজানা আক্তার (২৫), মোছা. দোলা আক্তার (২০) ও মোছা. চাঁদ সুলতানা (২৬)। এ সময় আরও ৫টিসহ মোট ৯ জন রোগীর অস্ত্রোপাচার করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসা সার্জনরা এই অস্ত্রোপচার করেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় সুপার স্পেশালাইজড হাসপাতালের মিলনায়তনে হাসপাতালের আন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এ সময় ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করবে। চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানদেরই সমন্বিতভাবে কাজের মাধ্যমে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আজ তিনজন প্রসূতি মায়ের সিজারের মাধ্যমে অপারেশন কার্যক্রম শুরু করেছি। সকালে গাইনিতে পাঁচটি অপারেশন হয়েছে। ব্রেস্ট সার্জারি হয়েছে দুটি, ল্যাপারোস্কপিক সার্জারি হয়েছে একটি।
শারফুদ্দিন আহমেদ বলেন, ২৭ ডিসেম্বর থেকে সুপার স্পেশালাইজড হাসপাতালে ১৪টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ামত রোগী দেখছেন। প্রশিক্ষিত দক্ষ জনবলের কাছ থেকে সেবা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন সেবা গ্রহীতারা। এখানে ল্যাবরেটরি প্যাথলজি টেস্ট করা হচ্ছে। এমআরআই, সিটি স্ক্যান করা হচ্ছে।
উপাচার্য বলেন, যেসব রোগের জন্য রোগীদের দেশের বাইরে যেতে হয়, সেই চিকিৎসাগুলোই আমাদের এখানে হবে। বিশেষ করে ক্যানসার, ইনফার্টিলিটি, হেয়ার ইমপ্লান্ট করতে রোগীরা দেশের বাইরে যায়। কার্ডিয়াক সার্জারি, লিভার, কিডনি প্রতিস্থাপনের জন্য রোগীরা বাইরে যায়। এখন থেকে তাদের আর বাইরে যেতে হবে না, সব ধরনের সেবা আমরা দেব। রোবটিক সার্জারির জন্য কার্যক্রম হাতে নিয়েছি।
সুপার স্পেশালাইজড হাসপাতালে রয়েছে বিশ্বমানের এনআইসিইউ, পিআইসিইউ, আইসিইউসব ধরনের আইসিইউ ব্যবস্থা। এ হাসপাতালের বিভিন্ন বিভাগে রয়েছে ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ১০০ শয্যার আইসিইউ, জরুরি বিভাগে আছে ১০০টি শয্যা, আছে ভিভিআইপি কেবিন ৬টি, ভিআইপি কেবিন ২২টি এবং ডিলাক্স শয্যা ২৫টি। সেন্টারভিত্তিক প্রতিটি ওয়ার্ডে স্থাপন করা হয়েছে ৮টি করে শয্যা। হাসপাতালটিতে রয়েছে নিউম্যাটিক টিউব যার মাধ্যমে রক্ত সংগ্রহের পর অটোমেটিক্যালি নির্দেশিত বিভাগে চলে যায়, যা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়।