সাকিববিহীন বাংলাদেশ রশিদবিহীন আফগানিস্তান
একমাত্র টেস্ট আজ শুরু মিরপুরে
জ্যোতির্ময় মণ্ডল
প্রকাশ: ১৪ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মিরপুরের ইনডোরে প্রথম নেটে নাজমুল হোসেন এরপর মুশফিকুর রহিম ও লিটন দাস স্পিনারদের সামলাচ্ছিলেন। বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার এমনই, আফগানিস্তানও স্পিন আক্রমণে বিশ্বাসী। তার আগেই ৩০ মিনিটের মতো ব্যাটিং করে যাওয়া তামিম ইকবাল খেলবেন কি খেলবেন না এই আলোচনা নিয়েই মঙ্গলবার দিনটা শেষ হলো। পিঠের ইনজুরি ফিরে আসায় তামিমের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে জাকির হাসান ও মাহমুদুল হাসান এগিয়ে। একাদশ সাজাতে আরেকটি জায়গায় ফিটনেসের ঘাটতি আছে তাসকিনকে ঘিরে। রোদ থাকলে প্রচণ্ড গরম, আবার আছে বৃষ্টির হুমকিও। ঘাসের উইকেটে লুকিয়ে থাকা রহস্যও উঁকি দিচ্ছে। আফগানিস্তান টেস্টের ছোট দল, বাংলাদেশের জন্য আবার সেটাই বড় চাপ। দেশের ১২তম টেস্ট অধিনায়ক হিসাবে লিটন দাস আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যখন টস করতে নামবেন, তার আগে আফগানদের নিয়ে হয়েছে চুলচেরা বিশ্লেষণ। জয়ের মন্ত্র নিয়ে একমাত্র টেস্টে স্বাগতিকরা মাঠে নামবে সকাল ১০টায়।
বছরচারেক আগে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে চার স্পিনার নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশের কোনো বিশেষজ্ঞ পেসার ছিলেন না। পুরো টেস্টে সৌম্য সরকার মাত্র চার ওভার পেস বোলিং করেন। নিজেদের ফাঁদেই পা দিয়েছিল স্বাগতিকরা। বিব্রতকর হারের স্বাদ পেতে হয় বাংলাদেশ দলকে। এখন সময় বদলেছে, পরিকল্পনা ঠিক উলটো। এবার পেস বোলিং নির্ভর হয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। পরিবর্তন এখন এতটাই যে, সেই আফগানদের বিপক্ষে টেস্টের আগে চলছে চার পেসার খেলানোর আলোচনা! মিরপুরের উইকেটের চিরায়ত চেহারা ও চরিত্র বদলে এই ম্যাচের জন্য তৈরি করা হয়েছে সবুজ উইকেট। এমন উইকেটে সুবিধা নেওয়ার সঙ্গে চ্যালেঞ্জও রয়েছে। বাংলাদেশের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কি না জানতে চাইলে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের উত্তর, ‘হ্যাঁ।’
এই সপ্তাহেই শেষ হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কিছুদিন পর শুরু হবে টেস্টের সবচেয়ে ঐতিহ্যবাহী লড়াই ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজ। শীর্ষ পর্যায়ের লড়াইয়ের মাঝে আক্ষরিক অর্থেই নিচের সারির দুটি দলের টেস্ট ম্যাচ এটি। জয়ের জন্য দুদল যতই মরিয়া হোক না কেন সামনে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে তারা সতর্ক নিজেদের খেলোয়াড় নিয়ে। যে কারণে রশিদ খানকে এই টেস্টে বিশ্রাম দিয়েছে আফগানরা। বাংলাদেশও তামিম ও তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না।
বাংলাদেশ এ বছর মাত্র একটি টেস্ট খেলেছে গত এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে। লিটনদের পরের টেস্ট নভেম্বরে, বিশ্বকাপের পর। আফগানিস্তান টেস্ট খেলছে ২৭ মাস পর। সবশেষ তারা খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। সব মিলিয়ে পাঁচ বছরে খেলেছে মাত্র ছয় টেস্ট। তবে বাংলাদেশের বিপক্ষে তাদের মধুর স্মৃতি আছে। চার বছর আগে চট্টগ্রামে স্বাগতিকদের ২২৪ রানে হারিয়েছিল তারা। এবার সফরকারী দলের অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি জানান, ‘আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা ভালো ক্রিকেট খেলতে এসেছি। জিততে চাই। অনেকদিন পর টেস্ট খেলছি। সবশেষ খেলেছি দুই বছরেরও বেশি সময় আগে। তবে ছেলেরা ঘরোয়া ক্রিকেট খেলেছে।’
মিরপুরের উইকেটে গত কয়েকদিন ছিল সবুজ ঘাস। ম্যাচের আগেরদিন যদিও অনেকটাই ছেঁটে ফেলা হয়েছে ঘাস। ঘাস তবু রয়ে গেছে। আজ সকালে ঘাস ছাঁটা হবে। পেস আক্রমণে ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও শরীফুল ইসলামকে দেখা যেতে পারে। দুই স্পিনার হলো মেহেদী হাসান মিরাজের সঙ্গে তাইজুল ইসলাম। আর মাত্র একটি উইকেট পেলে সাকিব আল হাসান ও তাইজুলের পর টেস্টে মিরপুরে মিরাজের ৫০ উইকেট পূর্ণ হবে।
অধিনায়কত্ব হারানোর পরও মুমিনুল হক নিজেকে এখনো খুঁজে পাননি। এই ম্যাচে তার দিকে দৃষ্টি থাকবে। ইনজুরির কারণে সাকিব দলে নেই। তামিম ইকবাল একাদশে জায়গা না পেলে মুশফিকুর রহিমের ওপর প্রত্যাশা বেড়ে যাবে। জুনে দেশের মাটিতে এটি হতে যাচ্ছে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। আট বছর আগে এই জুনে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল লিটন দাসের। দারুণ ফিফটি করে সেদিন সবার নজর কেড়েছিলেন লিটন। এরপর অনেক আলোচনা-সমালোচনার পথ পাড়ি দিয়ে আরেক জুনে টেস্ট অধিনায়ক হিসাবে নতুন পরিচয়ে খেলবেন দেশের ১২তম এবং উইকেটকিপার হিসাবে তৃতীয় অধিনায়ক হবেন তিনি। অভিষেকের মতো এবার জুন মাসটাও রাঙানোর অপেক্ষায় এই ডান-হাতি ব্যাটার। লিটন বলেন, ‘আমাদের একটা পরিকল্পনা আছে। সেটা যদি আমরা বাস্তাবায়ন করতে পারি, তাহলে ভালো ফল হবে।’