দেশে ফেরার অনুমতি পেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ভারতে অনুপ্রবেশ মামলায় মেঘালয়ের শিলং জজ কোর্ট থেকে খালাস পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ যেকোনো সময় দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জনকূটনীতিক শাখার মহাপরিচালক রফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের দেশে ফেরার আবেদন মঞ্জুর করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ভারতের আসাম রাজ্যের গৌহাটিতে আমাদের বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করছে। সালাহউদ্দিন কবে দেশে ফিরতে পারেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তার ওপর নির্ভর করবে। তিনি যেকোনো সময় আসতে পারবেন।
এ বিষয়ে শিলংয়ে অবস্থানরত সালাহউদ্দিন আহমেদ জানান, তিনি দেশে ফেরার জন্য ৮ মে আবেদন করেছেন। বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমের খবরে জানতে পেরেছেন তার আবেদন গ্রহণ করা হয়েছে। তবে মিশন থেকে তাকে কিছু জানায়নি। দুই-একদিনের মধ্যে তিনি যোগাযোগ করবেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। নিখোঁজের ৬৩ দিন পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।
বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেফতার দেখায় মেঘালয় থানা পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিু আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। এ বছর ২৮ ফেব্রুয়ারি এই মামলার শিলং জজ আদালত তাকে খালাস দেন।