সব মাধ্যমিক বিদ্যালয়ে আজ ছুটি
দাবদাহ আরও ৩ দিন
ভিকারুননিসার ১০ ছাত্রীসহ সারা দেশে অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী * চাঁদপুরে হিটস্ট্রোকে নারীর মৃত্যু * ৪২ বছরের মধ্যে উষ্ণতম জুনের প্রথম ৭ দিন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
প্রচণ্ড গরমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছিল ৩ দিন আগেই। এরপর মাধ্যমিক বিদ্যালয়েও ছুটির প্রত্যাশা ছিল অভিভাবকদের। কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার অজুহাতে শিক্ষা মন্ত্রণালয় নির্লিপ্ত ছিল। এরমধ্যে মঙ্গলবার গরমে কুমিল্লায় এক ছাত্রী মারা যায়। বুধবার ঢাকার ভিকারুননিসায় ১০ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। কুমিল্লার দাউদকান্দিতে ৪ বিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পাশাপাশি ঢাকার বাইরে অন্যান্য এলাকা থেকেও শিক্ষার্থীদের বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়ার খবর আসছিল। এরপরই টনক নড়ে শিক্ষা মন্ত্রণালয়ের। উদ্ভূত পরিস্থিতিতে বিকাল ৪টার দিকে মাধ্যমিক বিদ্যালয়েও ছুটির ঘোষণা আসে। সেই অনুযায়ী আজ দেশের সবপর্যায়ের মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান ছুটি আজ শেষ হচ্ছে। তবে বুধবারই গুজব ছড়িয়ে পড়ে যে, এসব বিদ্যালয়ে ছুটি ঈদুল আজহা পর্যন্ত বাড়ানোর চিন্তা চলছে। অবশ্য সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখাকালে ছুটি বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।
ছুটি ঘোষণা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের জানান, ভিকারুনিসায় ছাত্রী অসুস্থ হওয়ার খবর প্রকাশের পরই এই ছুটির ঘোষণা এলো।
গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশে দাবদাহ চলছে। আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) এখন পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী, আরও অন্তত ৩ দিন চলবে। ১১ জুনের দিকে টেকনাফ উপকূলে বর্ষার মৌসুমি বায়ু পৌঁছাতে পারে। এর আগে ইতোমধ্যে চট্টগ্রাম অঞ্চলসহ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব তৈরি হয়েছে। এ কারণে গত ২ দিন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এরমধ্যে রাঙ্গামাটিতেই বুধবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৯৮ মিলিমিটার বৃষ্টি হয়। বৃষ্টির এই প্রবণতা বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত ছিল। মৌসুমি বায়ুর সমাগমে ১১ জুনের পর চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে। পরে এই বায়ু সিলেট ও ঢাকা বিভাগসহ সারা দেশে বিস্তার লাভ করতে পারে। তখন এই দাবদাহ কেটে যাবে। কিন্তু তার আগে ১০ জুন পর্যন্ত দাবদাহ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ আবদুর রহমান খান জানান, এবারে দাবদাহ গত ৪২ বছরের মধ্যে রেকর্ড। জুনে গরম থাকাটাই স্বাভাবিক। কিন্তু এর আগে ১৯৮৯ সালে জুনের প্রথম সপ্তাহে টানা ৫ দিন তীব্র তাপপ্রবাহ ছিল। এরপর এবার টানা ৭ দিনই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই ৭ দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বুধবার, যা রাজশাহীতে ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি আছে। অন্যদিকে বিএমডির তাপপ্রবাহের পূর্বাভাস অনুযায়ী ১০ জুনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে। এ কারণে ছুটি সীমিত করা হয়েছে।
ভিকারুননিসা স্কুল ও কলেজে খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার প্রতিষ্ঠানটির ১০ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ৮ জনই একাদশ শ্রেণির। বাকি ২ জন অষ্টম শ্রেণির এবং পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়ে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কেকা রায় চৌধুরী যুগান্তরকে বলেন, অষ্টম শ্রেণির দুই ছাত্রী পরীক্ষার হলে বমি করলে তাদের তাৎক্ষণিকভাবে কলেজের মেডিকেল সেন্টারে এবং পরে পার্শ্ববর্তী মনোয়ারা হাসপাতালে নেওয়া হয়েছে। অসুস্থ ১০ জনের মধ্যে একজনের অবস্থা বেশি খারাপ ছিল। তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠানের আজিমপুর, ধানমন্ডি বা বসুন্ধরা শাখায় কেউ অসুস্থ হয়েছে কিনা সে তথ্য অবশ্য জানা যায়নি।
এদিকে যুগান্তরের কুমিল্লা প্রতিনিধি জানান, অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম দিনে প্রচণ্ড গরমে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৪টি উচ্চ বিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ২৩ জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে হয়েছে। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের প্রতিষ্ঠানগুলো হচ্ছে-গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়, বিলকিস মোশাররফ বালিকা উচ্চবিদ্যালয়, নারান্দিয়া উচ্চবিদ্যালয় এবং চিনামুড়া এলএন উচ্চবিদ্যালয়। যুগান্তরের ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো আরও খবর-
চাঁদপুর : শহরের কয়লাঘাট এলাকার বাসিন্দা নিলুফা বেগম (৫৪) হিটস্ট্রোকে মারা গেছেন। মঙ্গলবার বিকালে অতিরিক্ত গরমে মাথা ঘুরে পড়ে যান ওই নারী। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিলুফা বেগম কয়লাঘাট এলাকার তকদীর হোসেন মাঝির স্ত্রী।
এছাড়া হিটস্ট্রোকে অসুস্থ হয়ে পড়েন সদর উপজেলার সেকদী গ্রামের আলী আক্কাছের স্ত্রী রেখা বেগম (৫২)।
ঠাকুরগাঁও : জেলা সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ বলেন, অতিরিক্ত গরমের ফলে ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বর-সর্দি-কাশিসহ হিটস্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আড়াইশ শয্যার হাসপাতালে বুধবার দুপুর পর্যন্ত সাতশ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
চাটখিল (নোয়াখালী) : চাটখিল পৌর শহরের ভীমপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে তানজিলা ও কানিজ ফাতেমা নামে দুই ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে শিক্ষক ও সহপাঠীরা তাদের চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে যান।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার দুপুরে উপজেলার উত্তর রাবাইতারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন নবম শ্রেণির শিক্ষার্থী হেলেনা আক্তার (১৪) তীব্র গরমে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। পরে তাকে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নবম শ্রেণির অপর শিক্ষার্থী আবু হাসান (১৫) ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা শেষ করে দুপুরে বাড়ি ফিরেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তাকেও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রায়পুরা (নরসিংদী) : রায়পুরা শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।