Logo
Logo
×

শেষ পাতা

বার নির্বাচন

সুপ্রিমকোর্ট চত্বরে পালটাপালটি বিক্ষোভ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সুপ্রিমকোর্ট চত্বরে পালটাপালটি বিক্ষোভ

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (বার) কমিটি বাতিল করে নতুনভাবে ভোটগ্রহণের দাবিতে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

অপরদিকে বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে আওয়ামীপন্থি আইনজীবীরা পালটা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীরা পালটাপালটি বিক্ষোভ করেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে চার প্লাটুন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

দুপুরে বিএনপিপন্থি কয়েকশ আইনজীবী বিক্ষোভ মিছিল নিয়ে সুপ্রিমকোর্ট চত্বর প্রদক্ষিণ করেন। এতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট কামরুল সজল প্রমুখ নেতৃত্ব দেন।

মিছিল শেষে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির প্রবেশমুখে তারা সমাবেশ করেন। এতে তারা বলেন, পুলিশ দিয়ে মামলা করে আন্দোলন দমানো যাবে না। এ অবৈধ কমিটির বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ চলবে। অপরদিকে, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে প্রতিবাদ সমাবেশ করেন আওয়ামীপন্থি আইনজীবীরা। সমাবেশে তারা উচ্চ আদালতে ভাঙচুর, নৈরাজ্য সৃষ্টির জন্য দায়ী বিএনপির আইনজীবীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে মঙ্গলবার বিএনপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২৫ জনের নামে শাহবাগ থানায় মামলা করে সুপ্রিমকোর্ট বার।

উল্লেখ্য, ১৫ ও ১৬ মার্চ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৪টি পদের সব কটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়। নির্বাচনে ভোট দেওয়া থেকে বিএনপি সমর্থক আইনজীবীরা বিরত ছিলেন। এরপর থেকে বিএনপিপন্থি আইনজীবীরা আন্দোলন করে আসছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম