Logo
Logo
×

শেষ পাতা

ধনবাড়ীতে সড়কে ঝরল স্কুলছাত্রীসহ চার প্রাণ

চার জেলায় নিহত আরও ৪

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ধনবাড়ীতে সড়কে ঝরল স্কুলছাত্রীসহ চার প্রাণ

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসচাপায় প্রাণ গেছে স্কুলছাত্রীসহ চারজনের। এ ছাড়া চার জেলায় নিহত হয়েছে আরও চারজন। তাদের মধ্যে ঝিনাইদহের মহেশপুরে গার্মেন্টকর্মী, ভোলার চরফ্যাশনে অটোরিকশা চালক, কুমিল্লার দাউদকান্দিতে পথচারী ও মাদারীপুরে মোটরসাইকেল আরোহী রয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

মধুপুর (টাঙ্গাইল) : ধনবাড়ীতে বাসচাপায় স্কুলছাত্রীসহ চারজন নিহত হয়েছে। রোববার দুপুরে টাঙ্গাইল-জামালপুর সড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা যাত্রী আব্দুল হাকিম ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়নের নরিল্যা গ্রামের নিয়ত আলীর ও অটোচালক মোস্তফা গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় আহত হওয়ার পর ময়মনসিংহে নেওয়ার পথে মারা যাওয়া ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী রশ্মি ওরফে ঊর্মি আক্তার বাঘিল গ্রামের আবুল কালামের মেয়ে। চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বীথি আক্তার মুন্নি বাঘিলের জয়নাল মিয়ার মেয়ে।

মহেশপুর (ঝিনাইদহ) : মহেশপুরে পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে হাসান আলী নামে এক গার্মেন্টকর্মী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে মহেশপুর-ভৈরবা সড়কের নোয়ানীপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হাসান আলী জিন্নাগনগর বাজারের পিটি গার্মেন্টের একজন কর্মী ও এসবিকে ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মোশারেফ হোসেনের ছেলে।

চরফ্যাশন দক্ষিণ (ভোলা) : চরফ্যাশন উপজেলার জাহানপুর ২নং ওয়ার্ডের মো. খোরশেদ আলম অটোরিকশার চাকা খুলে ছিটকে পড়ে নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টায় চরফ্যাশন থেকে অটোরিকশা চালিয়ে জাহানপুর যাচ্ছিলেন তিনি।

দাউদকান্দি (কুমিল্লা) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি বিশ্বরোডে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গাড়ি চাপায় অজ্ঞাতনামা এক নারী (১৯) পথচারী নিহত হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, লাশ কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে।

মাদারীপুর : মাদারীপুর সদরে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে সাকুর হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার খামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকুর হোসেন বরগুনার আমতলী পৌরসভার ২নং ওয়ার্ডের খসুল রহমানের ছেলে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম