Logo
Logo
×

শেষ পাতা

সংসদের সুবর্ণজয়ন্তীর অধিবেশন শুরু

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সংসদের সুবর্ণজয়ন্তীর অধিবেশন শুরু

জাতীয় সংসদ। ফাইল ছবি

জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তীর অধিবেশন বৃহস্পতিবার শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা ১১টায় অধিবেশন বসে। এর আগে ২১ মার্চ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। অধিবেশনের শুরুতেই স্পিকার বিশেষ অধিবেশনের তাৎপর্য তুলে ধরেন। এরপর সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হয়।

সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন-এইচএন আশিকুর রহমান, আসাদুজ্জামান নূর, মকবুল হোসেন, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ এবং কানিজ ফাতেমা আহমেদ। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা অগ্রবর্তিতার ভিত্তিতে সংসদ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন। এরপর রীতি অনুযায়ী শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। পরে ১ মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। অধিবেশনের প্রথম দিন প্রশ্নোত্তরপর্ব টেবিলে উত্থাপন, বিল উত্থাপনসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চললেও দ্বিতীয় দিন আজ শুরু হবে বিশেষ অধিবেশন। এ দিন বেলা ৩টায় বসবে সংসদের বৈঠক। এ বৈঠকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্মারক বক্তৃতা দেবেন। বিদায়ি রাষ্ট্রপতি আবদুল হামিদের এটিই হবে জাতীয় সংসদে দেওয়া শেষ ভাষণ। ২৩ এপ্রিল তার মেয়াদ শেষ হচ্ছে।

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী : অধিবেশন শুরুর আগে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ‘সংসদে বঙ্গবন্ধু’ ও ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির দ্বাদশ বৈঠকে বই দুটির মোড়ক উন্মোচন করেন তিনি। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই বৈঠকে সভাপতিত্ব করেন।

এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পর ক্ষমতা না দেওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে মহান স্বাধীনতা অর্জিত হয়। স্বাধীনতা অর্জনের পরপরই বঙ্গবন্ধু জাতিকে উপহার দেন সংবিধান। এরপর ১৯৭৩ সালের ৭ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠান-এটা বিশ্বে বিরল।

কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু, অ্যাডভোকেট আনিসুল হক, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন।

সিদ্দিকবাজার ও বঙ্গবাজারের ঘটনায় সংসদে শোক : গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে নিহতদের প্রতি শোক এবং গুলিস্তানের বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জাতীয় সংসদ। বৃহস্পতিবার জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তীর বিশেষ অধিবেশনে এ শোক জনানো হয়। অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এছাড়া জাতীয় নেতা ও সাবেক সংসদ-সদস্য নূরে আলম সিদ্দিকী, সাবেক তথ্য ও যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক তথ্য ও পাটমন্ত্রী হাবিব উল্লাহ খান, সাবেক সংসদ-সদস্য রেজা আলী, মো. দেলোয়ার হোসেন, সামসুল আলম প্রামাণিক, মো. মোজাম্মেল হক, আনোয়ারুল হাসেন খান চৌধুরী এবং এনামুল হকের মৃত্যুতে শোক জানিয়েছে সংসদ।

পাশাপাশি মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আলী আহমেদ খান, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের, মহান মুক্তিযুদ্ধকালীন ছবির চিত্রগ্রাহক জালালউদ্দিন হায়দার, একুশে পদকপ্রাপ্ত ভাস্কর শামীম সিকদার এবং র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে সংসদ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম