ইবিতে ২৮ দিন পর ক্লাসে ফুলপরী
ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের নির্যাতনের শিকার ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথমবর্ষের ছাত্রী ফুলপরী খাতুন ২৮ দিন পর ক্লাসে ফিরেছেন। সোমবার তিনি তার সহপাঠীদের সঙ্গে ক্লাসে অংশ নেন। ফুলপরী জানান, ক্লাসে আগের মতোই অনুভূতি পাচ্ছেন তিনি। সহপাঠীদের কাছ থেকেও সহযোগিতা পাচ্ছেন। এছাড়া ক্যাম্পাসে তিনি এখন নিরাপদ বোধ করছেন।
রোববার হল পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হলে ওঠেন তিনি। ৫ মার্চ ফুলপরীকে হাইকোর্টের নির্দেশে তার পছন্দমতো এই হলে আসন বরাদ্দ দেয় প্রশাসন। এর আগে তিনি দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রী ছিলেন।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ড. বখতিয়ার হাসান বলেন, ফুলপরী এখন থেকে নিয়মিত ক্লাস করবে বলে জানিয়েছে। তাকে বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। বিভাগের অন্য শিক্ষকদেরও এটা বলে রেখেছি।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি রাতে দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে ফুলপরীকে নির্যাতন করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।