মানিকগঞ্জে দুই বন্ধুসহ সড়কে ঝড়ল ১৬ প্রাণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জে সড়কে প্রাণ গেছে দুই বন্ধুর। এ ছাড়া ১২ জেলায় নিহত হয়েছেন আরও ১৪ জন। এদের মধ্যে রাজধানীতে এক নারী ও অটোরিকশাচালক, দিনাজপুরে শিশু ও বাইসাইকেল আরোহী, ফেনীর দাগনভূঞা ও চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই মোটরসাইকেল আরোহী, চট্টগ্রামে বাইসাইকেল আরোহী, কুড়িগ্রামে ট্রলিচালক, ভোলার চরফ্যাশনে স্কুলছাত্র, বরিশালের গৌরনদীতে মাহিন্দ্রা চালক, ফরিদপুরের বোয়ালমারীতে ভ্যানচালক, নরসিংদীতে শিশু, মৌলভীবাজারের বড়লেখায় শ্রমিক ও গাজীপুরের টঙ্গীতে স্কুলছাত্রী রয়েছে। যুগান্তর প্রতিবেদক, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. জাকির হোসেন এ তথ্য জানান। নিহতরা হলেন- ঘিওর উপজেলা পাটাইকোনা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে মো. বাদশ্ ামিয়া ও সিংগাইরের বাস্তা গ্রামের মোনছের আলীর ছেলে মোখসেদ আলী। নিহত এক সন্তানের জনক বাদশা মিয়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ করপোরেশনে (বিআইডব্লিউটিসি) ফেরি শাপলা শালুকের ২য় মাস্টার ছিলেন।
ঢাকা : বুধবার দুপুরে এলিফ্যান্ট রোডে বাসের ধাক্কায় নিহত রোকেয়া বেগম শরীয়তপুরের ডামুড্যা এলাকার আব্দুর রশিদের স্ত্রী। এ ঘটনায় বাসের চালক মহিউদ্দিনকে আটক করেছে নিউমার্কেট থানা পুলিশ। অপরদিকে মঙ্গলবার রাতে ভাটারা এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালক সুলতান খা নিহত হন। তার বাড়ি পিরোজপুর জেলায়। তাদের লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।
হাকিমপুর ও বিরামপুর (দিনাজপুর) : ঘোড়াঘাটে রাস্তা পারাপারের সময় ট্রলির ধাক্কায় সিফাত ইসলাম (৫) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় ঘোড়াঘাট-গাইবান্ধা সড়কের পাঁচপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত পৌর এলাকার পাঁচপীর গ্রামের রানা মিয়ার ছেলে। এ ছাড়া বিরামপুর উপজেলায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে নিহত আব্দুল জলিল বিরামপুর উপজেলার পলিপ্রাগপুর ইউপির উত্তর ভগবতীপুর গ্রামের ছোবহানের ছেলে। বুধবার সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জ খালাশপুর থেকে নবাবগঞ্জ আঞ্চলিক সড়কে নাওভাঙ্গা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাগনভূঞা (ফেনী) : অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছে মেহেরাব হোসেন অপি নামের এক যুবক। অপি দাগনভূঞা পৌর এলাকার উত্তর শ্রীধরপুরের আবুল কালাম কোম্পানির ছেলে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : দামুড়হুদা উপজেলার পার কৃষ্ণ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল নামে একজন নিহত হয়েছে। তিনি উপজেলার দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের নূর হোসেনের ছেলে ও কাঠমিস্ত্রি কাজ করতেন। মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম : নগরীতে বাসের ধাক্কায় সেতু দেব নাথ নামে এক বাই সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেতু দেব বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী এলাকার যুধিষ্টার দেব নাথের ছেলে। তিনি কালুর ঘাট এলাকায় পোশাক কারখানার শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন।
কুড়িগ্রাম : রাজারহাট-তিস্তা মহাসড়কে ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে অটোর সঙ্গে সংঘর্ষে লুৎফর রহমান নামে ওই ট্রলিচালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে তিস্তা সড়কের ঘোড়ামারা সেতু এলাকায়। নিহত লুৎফর রহমান উলিপুর উপজেলার চৌমহনী এলাকার বাসিন্দা। এ সময় আহত হন অটোচালকসহ তিন যাত্রী।
চরফ্যাশন দক্ষিণ (ভোলা) : চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নাইম (৭) নামে প্রথম শ্রেণির স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের চরনলুয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ১৮নং চরনলুয়া কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ও ওই এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে।
গৌরনদী (বরিশাল) : গৌরনদীতে বাস ও মাহিন্দ্রার মধ্যে সংঘর্ষে মাহিন্দ্রার চালক মো. হোসেন সরদার নিহত হয়েছেন। এতে মাহিন্দ্রার যাত্রী শওকত হোসেন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ইল্লা দাখিল মাদ্রাসার কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন গৌরনদী পৌরসভার কসবা এলাকার মো. আক্তার সরদারের ছেলে।
ফরিদপুর : বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কলিমাঝি সাইনবোর্ড নামক এলাকায় সড়কে ট্রাকের ধাক্কায় এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক বোয়ালমারী উপজেলার সহস্রাইল গ্রামের করিম শেখের ছেলে জাহান শেখ।
পলাশ (নরসিংদী) : পলাশ উপজেলার ডাঙ্গায় ট্রাকচাপায় তাসমিয়া নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের ঠৈঙ্গারদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসমিয়া কেন্দুয়াব গ্রামের হোসেন আলীর মেয়ে।
বড়লেখা (মৌলভীবাজার) : বড়লেখায় ট্রাক্টরচাপায় মেহের আলী নামে এক মাটি শ্রমিক নিহত হয়েছে। বুধবার সকালে দাসেরবাজার ইউনিয়নের ধর্মদেহী (ঘিলাবিল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহের আলী হবিগঞ্জ সদর উপজেলার রজব আলীর ছেলে।
টঙ্গী পূর্ব (গাজীপুর) : টঙ্গীতে বাসচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে টঙ্গীর কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্তরা আক্তারের বাবার নাম মো. বাবু। সে টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে বাস করত।