
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পিএম

আইটি ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হওয়ার সম্ভাবনার মধ্যে ইউটিউব ঘোষণা করেছে তাদের শর্টস প্ল্যাটফর্মে নতুন ভিডিও এডিটিং ফিচার। চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক ৫ এপ্রিলের মধ্যে কোনো আমেরিকান কোম্পানির কাছে বিক্রি না হলে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় রয়েছে। ঠিক এমন সময়েই শর্ট ফর্ম ভিডিও নির্মাতাদের জন্য ইউটিউবের নতুন উদ্যোগ বাজারে প্রতিযোগিতায় বড় পদক্ষেপ। ইউটিউব জানিয়েছে, নতুন টুলে থাকছে একটি উন্নত ভিডিও এডিটর, যা নির্মাতাদের ভিডিওগুলোতে এআই-চালিত স্টিকার ও গানের তাল অনুযায়ী ক্লিপ বসানোর সুবিধা দেবে। এ ফিচারগুলো এ বসন্তেই ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে। এ ছাড়াও, ইউটিউব শর্টসের ‘ভিউ’ গণনায় বড় পরিবর্তন এনেছে। ৩১ মার্চ থেকে ভিডিও চলা মাত্রই ভিউ হিসাব হবে আগের মতো নির্দিষ্ট সময় প্লে হওয়ার প্রয়োজন নেই। ফলে নির্মাতারা তাদের কনটেন্টে আরও বেশি ভিউ দেখতে পাবেন। এ পরিবর্তন আয়ে বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে প্রভাব ফেলবে না বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি। ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা জোহানা ভুলিচ বলেন, ‘নির্মাতারা চান তাদের ভিডিও কখন দেখা হয়েছে তা আরও ভালোভাবে বোঝার উপায় থাকুক’। টিকটকের ভবিষ্যৎ যখন অনিশ্চিত, তখন ইউটিউবের এ আপডেটগুলো শর্ট ভিডিও নির্মাতাদের জন্য নতুন আশার আলো।