
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ পিএম

আইটি ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
জেনারেটিভ এআই দুনিয়ায় নেতৃত্ব নেওয়ার লক্ষ্যে নতুন উদ্যমে মাঠে নেমেছে মেটা। প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের সর্বশেষ ওপেন সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার ‘লামা ৪’-এর দুটি মডেল উন্মোচন করেছে ‘লামা ৪ স্কাউট’ ও ‘লামা ৪ ম্যাভেরিক’। তবে সবচেয়ে বড় চমকটি এখনো বাকি। মেটা জানিয়েছে, তাদের সবচেয়ে শক্তিশালী এআই মডেলটি, যাকে তারা ‘লামা ৪ বেহিমথ’ নামে আখ্যায়িত করেছে, এখনো প্রশিক্ষণের পর্যায়ে রয়েছে। এ মডেলটি অন্য এআই মডেলগুলোর জন্য ‘শিক্ষক’ হিসাবে কাজ করবে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।
মার্চে মেটার প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স বলেন, লামা ৪ মডেল মেটার এআই এজেন্টগুলোকে আরও বুদ্ধিমান ও কার্যকর করে তুলবে। এসব এজেন্ট শুধু যুক্তি বিশ্লেষণই নয়, ওয়েব ব্রাউজিংসহ বিভিন্ন জটিল কাজও করতে পারবে, যা ভোক্তা ও ব্যবসার জন্য কার্যকর সমাধান আনবে।
হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ডাইরেক্ট এবং মেটা এআই ওয়েবসাইটে এখনই এ দুটি মডেল ব্যবহারের সুযোগ মিলছে। মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, ‘আমাদের লক্ষ্য বিশ্বের সেরা ওপেন সোর্স এআই তৈরি করা এবং তা সবার জন্য উন্মুক্ত করা’। তিনি বিশ্বাস করেন, ওপেন সোর্সই ভবিষ্যতের এআই উন্নয়নের মূল চাবিকাঠি। আগামী ২৯ এপ্রিল মেটা তাদের প্রথম ‘লামাকন এআই’ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। পাশাপাশি শোনা যাচ্ছে, এ বছরই মেটা একটি স্বতন্ত্র এআই চ্যাটবট অ্যাপও উন্মোচন করতে পারে।