Logo
Logo
×

আইটি বিশ্ব

ওয়েব সামিট ২০২৫

কৃত্রিম বুদ্ধিমত্তায় নেতৃত্বের লড়াইয়ে কাতার

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যখন একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে, তখন তাদের মধ্যে জায়গা করে নিতে এগিয়ে আসছে কাতার। এরই প্রমাণ হিসাবে দেশটির রাজধানী দোহায় অনুষ্ঠিত হলো ‘ওয়েব সামিট ২০২৫’। ২৩-২৬ ফেব্রুয়ারি আয়োজিত এ সম্মেলনে অংশ নিয়েছেন শতাধিক বিনিয়োগকারী, ১৫০০ হাজারের বেশি স্টার্ট-আপ এবং ২৫ হাজারেরও বেশি প্রযুক্তি ও ব্যবসা-সংক্রান্ত ব্যক্তিত্ব। সম্মেলনে কাতারের অংশগ্রহণকারী আহমদ আবুশাইখা বলেন, ‘জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চায় কাতার। ওয়েব সামিট নতুন উদ্যোগ ও উদ্ভাবনী চিন্তাকে ত্বরান্বিত করবে।’ তবে মুসলিম দেশগুলোর মধ্যে এ আয়োজনে বাংলাদেশের সরব উপস্থিতি দেখা যায়নি। বিশ্বের প্রায় ৯০টি দেশের প্রতিনিধিরা এ আয়োজনে অংশ নেন। স্কেল এআই-এর প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ওয়াং, টিকটকের গ্লোবাল বিজনেস সলিউশনের প্রেসিডেন্ট ব্লেক চ্যান্ডলি এবং হলিউড অভিনেতা উইল স্মিথসহ ৩৮০ বক্তা সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এবারের সম্মেলনের মূল আকর্ষণ ছিল এআই-এর ভবিষ্যৎ ও নেতৃত্বের লড়াই।

যুক্তরাষ্ট্র চ্যাটজিপিটি, কো-পাইলট, লামা ও জেমিনি তৈরির মাধ্যমে এআই খাতে শীর্ষস্থান ধরে রেখেছে। চীনও ডিপসিক তৈরি করে নিজেদের শক্তি দেখিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোও পিছিয়ে নেই-সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার এআই খাতে নিজেদের অবস্থান সুসংহত করতে চাইছে। এরই অংশ হিসাবে কাতার সরকার সরকারি সেবায় এআই ব্যবহারের জন্য ‘স্কেল এআই’-এর সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে। পাশাপাশি নতুন স্টার্ট-আপকে বিনিয়োগে আকৃষ্ট করতে ফ্রি ভিসা, কর ছাড় ও বিশেষ তহবিলের সুযোগ দিচ্ছে। ২০০৯ সালে মাত্র ১৫০ জন নিয়ে ডাবলিনে যাত্রা শুরু করা ওয়েব সামিট আজ বিশ্ব প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ সম্মেলন হয়ে উঠেছে। কাতারে অনুষ্ঠিত এবারের সম্মেলনও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম