Logo
Logo
×

আইটি বিশ্ব

হিউম্যানয়েড রোবটে ইঞ্জিনএআই-এর সাফল্য

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আট বছর আগে বস্টন ডায়নামিক্সের অ্যাটলাস রোবট পেছনের দিকে ঘুরে লাফ দেওয়া প্রযুক্তি বিশ্বকে চমকে দিয়েছিল। এবার শেনজেনভিত্তিক রোবোটিক কোম্পানি ‘ইঞ্জিনএআই রোবোটিক্স’ এমন এক রোবট উন্মোচন করেছে, যা সামনের দিকে ঘুরে লাফ দিতে সক্ষম। ‘পিএম০১’ নামের এ অত্যাধুনিক হিউম্যানয়েড রোবটটি মাত্র চার মাস আগে বাজারে এসেছে। এটি উচ্চতায় সাড়ে চার ফুট এবং ওজনে প্রায় ৪০ কেজি। মানুষের মতো স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে রোবটটি, যা এর উন্নত হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বয়েরই ফল। ডিসেম্বরে উন্মোচিত এ রোবটটি ‘সিইএস ২০২৫’ প্রযুক্তি প্রদর্শনীতে আরও উন্নত সংস্করণে উপস্থাপিত হয়। রোবটটির অন্যতম বৈশিষ্ট্য হলো এর উন্নত ভারসাম্য, চাক্ষুষ উপলব্ধি এবং জটিল অ্যালগরিদমিক সিস্টেমের মাধ্যমে সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ। বাজারে এটি বাণিজ্যিক ও শিক্ষামূলক কাজে ব্যবহারের জন্য উপলব্ধ, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩,৭০০ ডলার। হিউম্যানয়েড রোবট তৈরির প্রতিযোগিতায় ইঞ্জিনএআই একমাত্র সংস্থা নয়। চীনা কোম্পানি শাওমিও এ ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রাখছে। অন্যদিকে, নরওয়েভিত্তিক ‘১এক্স টেকনোলজিস’ তাদের ‘নিও গামা’ রোবট উন্মোচন করেছে, যা ঘরের কাজে ব্যবহারের উপযোগী। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘সিইএস ২০২৫’ ইভেন্টে বস্টন ডায়নামিক্সের ‘অ্যাটলাস’ ও টেসলার ‘অপটিমাস’ রোবটও প্রদর্শিত হয়েছে। ইলন মাস্কের টেসলা এ রোবটটি তাদের ইলেকট্রিক গাড়ি উৎপাদনে ব্যবহার করছে। হিউম্যানয়েড রোবটের এ ধারাবাহিক উন্নয়ন আমাদের ভবিষ্যতের জীবনযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম