Logo
Logo
×

আইটি বিশ্ব

কাঠের তৈরি স্যাটেলাইট

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাঠের তৈরি স্যাটেলাইট

ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট তৈরি করেছে জাপানের বিজ্ঞানীরা। মঙ্গলবার পরীক্ষামূলকভাবে এ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে। ‘লিগনোস্যাট’ নামের এ স্যাটেলাইটটি কিয়োটো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তৈরি করেছেন। আর এ কাজে অংশীদার হিসাবে ছিল বাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান সুমিতমো ফরেস্ট্রি।

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের বনবিজ্ঞান বিভাগের অধ্যাপক কোজি মুরাতা বলেন, কোন মহাকাশযানে করে এ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আইএসএসের সরবরাহ মহাকাশযান অরবিটাল সায়েন্সেস সিগনাসে করে পাঠান হতে পারে। অথবা আরও কিছু সময় পর স্পেসএক্স ড্রাগন কার্গো রকেটে করেও এটি পাঠান হতে পারে।

কফি মগের চেয়েও ছোট আকৃতির স্যাটেলাইটটি মহাকাশে অন্তত ছয় মাস থাকবে। এরপর এটিকে বায়ুমণ্ডলের ওপরের স্তরে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম