Logo
Logo
×

আইটি বিশ্ব

চিকিৎসাক্ষেত্রে এআই

ইসিজির রিপোর্ট দেখে জানিয়ে দেবে মৃত্যুর তারিখ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মানুষের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। সব কাজেই এআই সাহায্য করতে পারবে। হোক রান্নার রেসিপি কিংবা চাকরির সিভি সবই লিখে দিতে পারবে এআই। নিউজ প্রেজেন্টার থেকে শুরু করে স্কুলে পড়ানো, অফিসের কাজ সবই। চিকিৎসার ক্ষেত্রে এআই অনেকখানি এগিয়ে গেছে। অনেকদিন আগেই এআই যুক্ত হয়েছে চিকিৎসাক্ষেত্রে। সম্প্রতি নতুন একটি এআই টুল তৈরি করেছে গবেষক দল। তাদের দাবি, এ টুল হৃদরোগের ঝুঁকি আছে এমন ব্যক্তির মৃত্যু কবে হতে পারে তা জানাতে পারবে।

ল্যান্সেট ডিজিটাল হেলথে প্রকাশিত হয়েছে সেই গবেষণা পত্রটি। সেখানে জানানো হয়েছে এআই-এর সাহায্য নিয়ে হওয়া ইসিজি-এর সাহায্যে ভবিষ্যতের স্বাস্থ্য সমস্যা এবং মৃত্যুর ঝুঁকি মাপা যাবে। যদিও এ পরিকাঠামো এখনো প্রতিদিনের চিকিৎসা পরিষেবায় ব্যবহার করা হচ্ছে না। এ প্রযুক্তির নাম এআই-ইসিজি রিস্ক ইস্টিমেটর (এআইআরই)। এর আগে এআই-ইসিজির যে যে সুবিধা পাওয়া যেত না, নতুন এ টুলে সেগুলো আনার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে গবেষকরা।

গবেষকরা জানিয়েছেন, ১ লাখ ৮৯ হাজার ৫৩৯ জন রোগীর ১.১৬ মিলিয়ন ইসিজির রিপোর্টের তথ্যভান্ডারের মাধ্যমে এআইআরই টুলকে শেখানো হয়েছে। গবেষকরা দাবি করেছেন, এ প্রযুক্তি অন্তত ৭৬ শতাংশের ক্ষেত্রে ভবিষ্যতে হতে চলা হার্ট রিদম সংক্রান্ত সমস্যা বুঝতে পারছে। অন্যদিকে ১০টির মধ্যে ৭টি ক্ষেত্রেই ধমনি সরু হয়ে রক্ত চলাচল সংক্রান্ত সমস্যা আগেভাগে বুঝতে পারছে। এ টুলকে এরই মধ্যে এআই ডেথ ক্যালকুলেটর নামেও ডাকা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম