নিজের রেকর্ড নিজেই ভাঙল স্পেসএক্স
আইটি ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
এক সময় মহাকাশে কোনো রকেট পাঠানো হলে রীতিমতো আলোড়ন তৈরি হতো। অথচ বর্তমানে মহাকাশে রকেট পাঠানো নিত্যনৈমিত্তিক ব্যাপারে রূপ নিয়েছে। এর পেছনে বড় ভূমিকা রেখেছে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। তারা এক বছরে সবচেয়ে বেশি রকেট পাঠিয়েছে। সম্প্রতি এক বছরে মহাকাশে রকেট উৎক্ষেপণে নিজের রেকর্ডই ভাঙল স্পেসএক্স।
এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ‘কেপ ক্যানাভেরাল স্পেস সেন্টার’ থেকে উৎক্ষেপিত হয়েছে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট, যেটি ২০২৩ সালে নির্ধারিত ৯৬টি রকেট মহাকাশে উৎক্ষেপণের মাইলফলক পেরিয়ে গেছে। ইন্ডিপেনডেন্ট।
একক রকেটের জন্য সবচেয়ে বেশিবার উৎক্ষেপণের রেকর্ড করেছে সর্বশেষ এ ফ্যালকন ৯ রকেটের উৎক্ষেপণটি। নিজের ২৩তম অভিযান শেষ করার পাশাপাশি শেষবারের মতো মহাকাশে পাড়ি দিয়েছে রকেটটিতে থাকা আবারও ব্যবহারযোগ্য প্রথম পর্যায়ের বুস্টারটি।
ইউরোপীয় স্পেস এজেন্সি বা ইএসএ’র ‘হেরা’ মিশনটি সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে ফ্যালকন ৯ রকেটে চড়ে যাত্রা শুরু করে; যেটি হতে চলেছে এক ভিন্ন ধরনের গ্রহাণু মিশন।
এছাড়া ইলন মাস্ক কিছুদিন আগেই জানিয়েছিলেন, বছরে ১২০ বার স্টারশিপ রকেট উৎক্ষেপণ করতে চায় তার প্রতিষ্ঠান। যদিও স্পেসএক্সের স্টারশিপ রকেট উৎক্ষেপণের সেঞ্চুরি করার পরিকল্পনায় অন্য বেসরকারি মহাকাশ প্রতিষ্ঠানগুলো ভালোভাবে গ্রহণ করেনি। স্পেসএক্সের এমন আগ্রাসী আচরণে বেশ বিরক্তি প্রকাশ করছে অন্য প্রতিষ্ঠানগুলো। স্টারশিপ রকেটের কার্যক্রম সীমিত করারও পরামর্শ দিয়েছে ব্লু অরিজিন।