Logo
Logo
×

আইটি বিশ্ব

জ্বালানিতে রূপান্তর হবে ময়লা পানি

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জ্বালানিতে রূপান্তর হবে ময়লা পানি

ময়লা পানি রূপান্তর হবে হাইড্রোজেন জ্বালানিতে। একটি ডিভাইসে এটি সম্ভব হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। দূষণ মোকাবিলার পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি ও বিশুদ্ধ পানিসংশ্লিষ্ট বেশ কয়েকটি চ্যালেঞ্জের সমাধান দেবে এটি বলছেন- ডিভাইসটি আবিষ্কারের সঙ্গে জড়িত ‘ইউনিভার্সিটি অব কেমব্রিজ’-এর গবেষকরা। ইন্ডিপেন্ডেন্ট।

এ ‘সহজ’ ডিভাইস বিভিন্ন এমন জায়গায় ব্যবহার করা যেতে পারে, যেখানে শক্তির কোনো উৎস নেই বা যেসব জায়গায় মানুষ বিদ্যুৎ সংযোগ ছাড়াই বসবাস করেন।

উদ্ভিদের ‘ফটোসিন্থেসিস’ প্রক্রিয়া থেকে মূলত এ সিস্টেমটির অনুপ্রেরণা এসেছে। এ প্রক্রিয়ায় গাছপালা আলোকশক্তিকে খাবারে রূপান্তর করে।

আগের সংস্করণের ডিভাইসে থাকা ‘কৃত্রিম পাতা’য় উৎস হিসাবে ব্যবহার করতে হতো পরিষ্কার পানি। আর নতুন ডিভাইসটিতে ময়লা পানিও ব্যবহার করার সুবিধা রয়েছে। এ থেকে এমনকি সুপেয় পানিও পাওয়া যায়।

বিজ্ঞানীদের মতে, এর ফলে একই সঙ্গে দুটি সমস্যার সমাধান করা যেতে পারে। একটি হলো পরিবেশবান্ধব জ্বালানি। আর অন্যটি হলো, পানযোগ্য পানি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম