Logo
Logo
×

আইটি বিশ্ব

তীব্র গরম : পকেটে রাখতে পারেন মিনি ফ্রিজ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তীব্র গরম : পকেটে রাখতে পারেন মিনি ফ্রিজ

গরমে ঠান্ডা পানি পান করলে প্রশান্তি মেলে। বাসাবাড়িতে ফ্রিজের পানি পানের সুযোগ পেলেও ঘরের বাইরে বের হলে সেই সুযোগ থাকে না। যদি মিনি একটি ফ্রিজ থাকে তবে যে কোনো জায়গায় বসেই আপনি ঠান্ডা পানি, কোক কিংবা জুস পান করতে পারবেন।

বাজারে পাওয়া যাচ্ছে এমনই একটি মিনি ফ্রিজ। ফ্লাউইশ নামের একটি প্রতিষ্ঠান এই মিনি ফ্রিজ এনেছে। যা মোবাইল ফোন বা পাওয়ার ব্যাংক দিয়েও চলাতে পারবেন। পকেটে নিয়েও ঘুরতে পারবেন। ছোট আকারের এ ফ্রিজে কোমল পানীয়ের বোতল রেখে ঠান্ডা করে পান করতে পারবেন। পানীয় ঠান্ডা করার পাশাপাশি গরমও করতে সক্ষম এই মিনি ফ্রিজ।

এ দারুণ ফ্রিজটি তাপমাত্রা প্রায় ৮ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডা এবং ৪০ থেকে ৬৫ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত গরম করতে পারে। ফ্রিজের তাপমাত্রা ৫ মিনিটে ৮.৫ ডিগ্রি কমানো যেতে পারে। চীনে তৈরি এ ফ্রিজটি মোবাইল ফোন কিংবা পাওয়ার ব্যাংক দিয়ে চালানো যাবে। দাম ৫ হাজার টাকা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম