Logo
Logo
×

আইটি বিশ্ব

গুগল মেসেজেস-এ ছবি যাবে আরও দ্রুত

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গুগল মেসেজেস-এ ছবি যাবে আরও দ্রুত

প্রযুক্তি জায়ান্ট গুগলের মেসেজিং সেবা গুগল মেসেজেস গত মাসে ‘সেন্ড ফটোজ ফাস্টার’ নামে নতুন একটি সুবিধা চালু করে। ফলে ছবি আগের চেয়ে আরও দ্রুত পাঠানো যায় এ মাধ্যমে। এবার নতুন এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করেছে গুগল। গুগল মেসেজেস অ্যাপের সেটিংসে ‘সেন্ড ফটোজ ফাস্টার’ সুবিধাটি পাওয়া যাবে। তবে দ্রুত পাঠানোর কারণে ছবির রেজ্যুলেশন কমে যাবে। সেন্ড ফটোজ ফাস্টার সুবিধায় ছবি পাঠালে ফাইলের আকার ৬০ শতাংশ পর্যন্ত কমে যায়। এদিকে, শোনা যাচ্ছে, এবার গুগল মেসেজে যুক্ত হতে পারে এআই। নাইন টু ফাইভ গুগলের সম্প্রতি প্রকাশিত এক স্ক্রিনশটে গুগল মেসেজে নতুন এআইয়ের সুবিধাটি দেখতে পাওয়া যায়। এ ছাড়া, গোপন কোডের দেখা পাওয়া যায় অ্যাপটিতে। ধারণা করা হচ্ছে, নতুন এআই ফিচারটির নাম ‘ম্যাজিক কম্পোজ’। ফিচারটি মূলত সাজেশনে আসা মেসেজ উন্নত করবে। সাজেশনের মেসেজগুলো গানের লিরিক্সসহ বিভিন্ন রূপে পাওয়া যাবে।

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম