Logo
Logo
×

ইসলাম ও জীবন

গ্রন্থ জগৎ

কালজয়ী সাহাবা চরিত

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কালজয়ী সাহাবা চরিত

তাবলিগ জামাতের দ্বিতীয় বিশ্ব আমির হজরতজি মাওলানা মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রহ.)-এর লিখিত জগদ্বিখ্যাত আরবি কিতাব ‘হায়াতুস সাহাবা’-এর পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ সম্প্রতি প্রকাশিত হয়েছে। পুরো ৫ খণ্ডের সুবিশাল গ্রন্থের টিকা, দলিল, হাদিসের রেফারেন্সসহ অনুবাদের কাজটি করেছেন সুলেখক বহু গ্রন্থপ্রণেতা মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ। গ্রন্থটি মূলত সাহাবাদের জীবন চরিত। সাহাবারা হলেন আমাদের নমুনা। তাদের জীবনের খুঁটিনাটি সবকিছু সন্নিবেশিত হয়েছে আরবি ভাষায় রচিত পূর্ণাঙ্গ এ গ্রন্থটিতে।

নানা দেশের মুসলমানের কাছে ব্যাপক জনপ্রিয় গ্রন্থটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। প্রথম হজরতজি ইউসুফ (রহ.)-এর প্রপৌত্র তাবলিগ জামাতের বর্তমান বিশ্ব আমির চতুর্থ হজরতজি মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভীর প্রচেষ্টায় ১৯৯৯ সালে বৈরুতের মুআস্সাসাতুর রিসালা লাইব্রেরি থেকে পাঁচ খণ্ডে প্রকাশিত হয়। পৃথিবীব্যাপী তাবলিগ জামাতের সদস্যদের কাছে তালিমের পাঠ্য কিতাব হিসাবে বিবেচিত এটি। আলেম-ওলামারাও তাদের বয়ান বক্তৃতা, ওয়াজ, খুতবায় এ গুরুত্বপূর্ণ গ্রন্থটির সাহায্য নিয়ে থাকেন। হাজারো মানুষের হৃদয় আলোড়নকারী বইটির মূল্য একদম হাতের নাগালেই থাকছে। কাকরাইল মারকাজসহ দেশের সব অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে বইটি।

গ্রন্থ : হায়াতুস সাহাবাহ। মূল লেখক : মাওলানা মোহাম্মদ ইউসুফ কান্ধলভী (রহ.)।

অনুবাদক : মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ। প্রকাশক : মাকতাবায়ে ইলিয়াস, ১২ বাংলাবাজার, ঢাকা। পৃষ্ঠা : ৩৫০০ (৫ খণ্ড)। নির্ধারিত মূল্য : ১২৪০ টাকা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম