প্রিয় নবির প্রিয় সুন্নাত
মুহাম্মাদ আল আমিন নূরী
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
ঘুমানোর সুন্নাতগুলো
জেনে নিন
১. এশার নামাজের আগে না ঘুমানো।
২. এশার নামাজ পড়ে যথাসম্ভব দ্রুত ঘুমিয়ে যাওয়া। বিনা প্রয়োজনে কথাবার্তা না বলা। তবে ওয়াজ-নসিহত, দ্বীনি কাজ বা জীবিকা নির্বাহের জন্য জেগে থাকায় কোনো অসুবিধা নেই।
৩. রাসূল (সা.) নিুোক্ত জিনিসের ওপর শুয়ে বিশ্রাম করেছেন বলে প্রমাণিত আছে। তাই এর যে কোনোটির ওপর সুন্নাতের নিয়তে শয়ন করা। (ক) চট (খ) চাটাই (গ) কাপড়ের বিছানা (ঘ) মাটি (ঙ) চৌকি (চ) খাট (ছ) চামড়ার বিছানা।
৪. ওজু করে শয়ন করা।
৫. ঘুমানোর আগে বিছানা ভালোভাবে ঝাড়া।
৬. ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে নিুোক্ত কাজগুলো করা।
(ক) দরজা বন্ধ করা (খ) বাতি নিভানো (গ) মশক ও কলস ইত্যাদির মুখ বন্ধ করা (ঘ) বর্তন ইত্যাদি ঢেকে রাখা।
৭. জুনুবি (গোসল ফরজ এমন ব্যক্তি) হলে পরিচ্ছন্ন হয়ে ওজু করে ঘুমান।
৮. ঘুমানোর আগে উভয় চোখে তিনবার করে সুরমা লাগান।
৯. ঘুমানোর আগে তাসবিহে ফাতেমি ৩৩ বার সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৪ বার আল্লাহু আকবার বলা।
১০. কিছু সময় কুরআন তেলাওয়াত করা। যেমন সূরা মূলক, আয়াতুল কুরসি, আলিফ লাম মিম ইত্যাদি সূরা থেকে। বেশি সম্ভব না হলে অন্তত ছোট ১-২টি সূরা হলেও তেলাওয়াত করা।
১১. তিনবার ইস্তেগফার পড়া।
১২. ইখলাস, ফালাক ও নাস পাঠ করে হাতে ফুঁ দিয়ে পূর্ণ শরীরে তিনবার হাত বুলানো।
১৩. ডান কাতে কেবলামুখী হয়ে শোয়া।
১৪. উপুড় হয়ে না শোয়া। কারণ, এ ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে।
১৫. ঘুমের আগে ও পরে দোয়া পড়া।