Logo
Logo
×

ইসলাম ও জীবন

ঐতিহ্যে ইসলাম

বাগেরহাটের সিঙ্গাইর মসজিদ

Icon

দেওয়ান সামছুর রহমান

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের প্রাচীন এক গম্বুজবিশিষ্ট মসজিদগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং অনন্য গঠন শৈলীর নান্দনিক সুপ্রাচীন এক মসজিদ সিঙ্গাইর মসজিদ। এটি বাগেরহাট জেলার সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামে অবস্থিত। এটি প্রায় ৫০০ বছরের প্রাচীন এক মসজিদ ও একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। খুলনা বাগেরহাট মহাসড়কের পাশে বিখ্যাত ষাটগম্বুজ মসজিদ থেকে সামান্য দক্ষিণ-পূর্বে অবস্থিত। এ মসজিদটির সাধারণ বৈশিষ্ট্য ষাটগম্বুজ মসজিদের অনুরূপ। মসজিদটি পঞ্চদশ শতকে মুঘল আমলে উলুখ খান জাহান আলী কর্তৃক নির্মিত। মসজিদের সামনের দেওয়ালে মানে পূর্ব পাশের দেওয়ালে নির্দিষ্ট দূরত্বে পর পর তিনটি দরজা রয়েছে। উত্তর দক্ষিণে একটি করে দরজা রয়েছে। মসজিদের ভেতরে একটি অলংকৃত মেহরাব রয়েছে। ইটের দেওয়ালে নির্মিত মসজিদটির ভেতরে অলংকৃত পোড়া মাটির নকশা রয়েছে। বর্গাকার এ মসজিদটির প্রতি বাহুর পরিমাপ ১২.৪২ মি. দেওয়ালের পুরুত্ব ২.১৩ মি.। মসজিদের চার কোনায় চারটি গোলাকার বুরুজ রয়েছে। ১৯৭৫ সালের ২ অক্টোবর এ মসজিদটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করা হয়। ১৯৮৫ সালে ‘ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট’ নামে ইউনেস্কোর তালিকাভুক্ত বিশ্ব ঐতিহ্য স্থলে মসজিদটি অন্তর্ভুক্ত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম