ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর
বিড়াল কেনাবেচা কি জায়েজ?
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নাজমুল ইসলাম
নকলা, শেরপুর
প্রশ্ন : বিড়াল কেনাবেচা করা কি জায়েজ?
উত্তর : সব মাজহাবের আলেমদের মতে বিড়াল কেনাবেচা হারাম। সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া হলো, ‘বিড়াল, বানর, কুকুর ইত্যাদি লম্বা দাঁতবিশিষ্ট হিংস্র প্রাণী বিক্রি করা নিষিদ্ধ। কারণ এ ব্যাপারে নিষেধাজ্ঞা ও সতর্কবাণী বর্ণিত হয়েছে। তাছাড়া এটি অর্থ-সম্পদ নষ্ট করার শামিল এবং রাসূল (সা.) এ ব্যাপারে নিষেধ করেছেন।’ (ফতোয়া লাজনা দায়েমা ১৩/৩৭)।
আবু যুবায়ের থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির (রা.)-এর কাছে কুকুর ও বিড়ালের মূল্য সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, ‘নবি (সা.) এ ব্যাপারে সাবধান করে দিয়েছেন।’
অন্য হাদিসে এসেছে জাবির ইবনে ‘আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, ‘নবি (সা.) ‘আলাইহি ওয়া সাল্লাম কুকুর ও বিড়ালের বিক্রয় মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন।’ [সুনানে আবু দাউদ-৩৪৭৯]।
ইবনুল কাইয়েম (রহ.) বিড়াল কেনাবেচা হারাম হওয়ার বিষয়ে দৃঢ়ভাবে মত প্রকাশ করেছেন। তিনি আরও বলেছেন, এটাই সঠিক অভিমত। কারণ এ বিষয়ে সহিহ হাদিস বর্ণিত হয়েছে এবং এর বিপরীতেও কোনো হাদিস নেই। সুতরাং এ কথা বলাই আবশ্যক।’ (জাদুল মায়াদ ৫/৭৭৩)।