Logo
Logo
×

ইসলাম ও জীবন

ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর

টেলিভিশনে আজান শুনলে জবাব দেওয়া কি জরুরি?

আব্দুর রহমান, মতলব, চাঁদপুর

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টেলিভিশনে আজান শুনলে জবাব দেওয়া কি জরুরি?

প্রশ্ন : টেলিভিশনে আজান শুনলে জবাব দেওয়া কি জরুরি?

উত্তর : ইসলামি শরিয়তে আজান শুনে আজানের জবাব দেওয়ার প্রতি রয়েছে বিশেষ গুরুত্ব। আজান শ্রবণকারীরও মৌখিকভাবে আজানের উত্তর দেওয়া সুন্নত। রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যখন তোমরা আজান শুনবে, এর জবাবে মুয়াজ্জিনের অনুরূপ তোমরাও বলবে।’ (বুখারি, হাদিস : ৬১১)।

আজানের জবাব দেওয়ার পদ্ধতি হলো, মুয়াজ্জিন প্রত্যেকটি বাক্য বলে থামার পর শ্রোতা ওই বাক্যটি নিজেও অনুরূপভাবে বলবে। কিন্তু মুয়াজ্জিন ‘হাইয়্যা আলাস সালাহ’ ও ‘হাইয়্যা আলাল ফালাহ’ বলার সময় শ্রোতা ‘লা হাওলা ওয়া লা কুউওয়াতা ইল্লা বিল্লাহ’ বলবে। এটাই বিশুদ্ধ অভিমত। (মুসলিম, হাদিস : ৩৮৫)।

তবে কোনো কোনো বর্ণনায় ‘হাইয়্যা আলাস সালাহ’ ও ‘হাইয়্যা আলাল ফালাহ’ বলার সময়ও মুয়াজ্জিনের অনুরূপ বলার অনুমতি দেওয়া হয়েছে। (কিতাবুদ দোয়া, তাবারানি, হাদিস : ৪৫৮)।

হাদিস শরিফে আজানের উত্তর দেওয়ার যে নির্দেশ এসেছে তা সরাসরি মুয়াজ্জিন থেকে শোনা আজানের ব্যাপারে বলা হয়েছে। তাই রেকর্ডকৃত আজান প্রচারিত হলে তার জবাব দেওয়া সুন্নাত বলে বিবেচিত হবে না।

সূত্র : বাদায়েউস সানায়ে ১/২৭৩; ফাতহুল কাদির ১/২১৬, ২১৭; আলফিকহ আলাল মাজাহিবিল আরবাআহ পৃ. ১৮২

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম