ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর
উচ্চ আওয়াজে মাইক বাজানো কি জায়েজ?
আব্দুর রহমান, মতলব, চাঁদপুর
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
প্রশ্ন: উচ্চ আওয়াজে মাইক বাজিয়ে ওয়াজ বা সভা-সমাবেশ করা কি জায়েজ?
উত্তর: ওয়াজ মাহফিল বা অন্য যে কোনো ধরনের সভা-সমাবেশে ব্যাপক পরিমাণে জনসমাগম হলে সভাস্থলে মাইক ব্যবহার করতে কোনো বাধা নেই। তবে আমাদের দেশে ওয়াজ মাহফিল ও সভা-সমাবেশের নামে গভীর রাত পর্যন্ত যেভাবে চতুর্দিকে মাইক লাগিয়ে উঁচু আওয়াজে ওয়াজ ইত্যাদি প্রচার করা হয় তা শরিয়ত সম্মত নয়। আয়োজনকারীদের উচিত গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল অব্যাহত না রাখা এবং অপ্রয়োজনীয় মাইক ব্যবহার বন্ধ করা।
কেননা এতে মাইকের উচ্চ আওয়াজ আশপাশের বহু মানুষের আরাম ও ঘুম কেড়ে নেয়। অনেক ক্লান্ত-পরিশ্রান্ত মানুষ, ঘুমন্ত ব্যক্তি, প্রতিবন্ধী, অসুস্থ, বৃদ্ধ, শিশু, গর্ভবতী নারী, বিভিন্ন ওজরের কারণে বাড়িতে অবস্থানকারী লোকজন, পরীক্ষার্থী, অধ্যয়নরত, গবেষক, নামাজ, দোয়া ও জিকিরে নিমগ্ন ব্যক্তিদের ঘুম ও কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করে এবং অন্য ধর্মের মানুষেরও ঘুমের মারাত্মক ক্ষতির কারণ হয়। আর ইসলামে এভাবে মানুষকে কষ্ট দেওয়া অনুমোদিত নয়।
ওয়াজ মাহফিল তো পরের কথা বরং হাদিসে পার্শ্ববর্তী ব্যক্তির সালাত, কুরআন তেলাওয়াত, দোয়া-তাসবিহ ইত্যাদি ইবাদতে যেন বিঘ্ন সৃষ্টি না হয় সে জন্য উচ্চ আওয়াজে কুরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে। আবু সাঈদ খুদরি (রা.) বর্ণনা করেন, রাসূল (সা.) মসজিদে (মসজিদে নববি) ইতিকাফ করছিলেন। এমন সময় তিনি শুনতে পেলেন, লোকেরা উঁচু স্বরে কুরআন তেলাওয়াত করছে।
তখন তিনি পর্দার কাপড় সরিয়ে তাদের লক্ষ্য করে বললেন, ‘মনে রাখবে, তোমাদের সবাই তার পালনকর্তার সঙ্গে একান্ত নিভৃত আলাপচারিতায় নিমগ্ন রয়েছ। অতএব, তোমাদের একজন অপরজনকে কষ্ট দেবে না এবং তেলাওয়াতের ক্ষেত্রে (অথবা তিনি বলেছেন : সালাতের ক্ষেত্রে) একজন অপরজনের ওপর আওয়াজ উঁচু করবে না।’ [সুনানে আবু দাউদ, হাদিস : ১৩৩২; সহিহ ইবনে খুযাইমা, হাদিস: ১১৬৫; মুসনাদে আহমদ, হাদিস : ১১৮৯৬; মুস্তাদরাকে হাকেম ১/৩১০]
ইসলাম ও জীবন ডেস্ক