Logo
Logo
×

ইসলাম ও জীবন

ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর

তাওবা করলে যেসব গোনাহ মাফ হয়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তাওবা করলে যেসব গোনাহ মাফ হয়

তাওবা করলে যেসব গোনাহ মাফ হয়। ফাইল ছবি

উত্তর দিয়েছেন

মুফতি ইমরানুল বারী সিরাজী

খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা

নাফিয়া ফাতেমা

হরষপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া

প্রশ্ন : তাওবা করলে কি সব গোনাহ মাফ হয়? নাকি বিশেষ কিছু গোনাহ মাফ হয়?

উত্তর : তাওবা করলে আল্লাহর অধিকারের সঙ্গে সম্পর্কিত সব গোনাহ মাফ হয় এবং ওই গোনাহগুলোও মাফ হয় যার জন্য শরিয়ত কর্তৃক নির্ধারিত কাফফারা রয়েছে। গোনাহের কাফফারা আদায় করলে এবং নিজের ত্রুটি ও অপারগতার জন্য আল্লাহর কাছে কায়মনে ক্ষমা প্রার্থনা করলে নিঃসন্দেহ আল্লাহ ক্ষমা করে দেবেন।

উল্লেখ্য, তাওবার জন্য তিনটি কাজ করতে হবে- ১. আল্লাহর কাছে লজ্জিত ও অনুতপ্ত হতে হবে ২. একান্তে ক্ষমা প্রার্থনা করতে হবে ৩. ভবিষ্যতে এসব গোনাহ থেকে বেঁচে থাকার দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে।

মনে রাখতে হবে-যেসব গোনাহ মানুষের অধিকারসংক্রান্ত এগুলো খুবই ভয়াবহ। মানুষের হক যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করা হবে অথবা সে ব্যক্তি আন্তরিকভাবে মাফ না করবে ততক্ষণ এসব গুনাহ মাফ হবে না। হাদিসে এসেছে-আল্লাহর পথে শহিদ হওয়ার চেয়ে আর বড় কোনো আমল নেই। যদি শহিদের কাছেও কারও কোনো পাওনা থাকে; আর যদি পাওনাদার মাফ না করে তাহলে আল্লাহ তা মাফ করবেন না। বান্দার অধিকার আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র : মুসলিম শরিফ, হাদিস নং ৩৫১-১৬৪০ কিতাবুল ফাতাওয়া, খণ্ড : ১, পৃষ্ঠা-৩২১।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম