Logo
Logo
×

আন্তর্জাতিক নারী দিবস

নিপীড়িত নারীদের আইকন তায়েবা

Icon

জাফর আহমেদ, টাঙ্গাইল

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নিপীড়িত নারীদের আইকন তায়েবা

বয়স ১৫ পার না হতেই বাল্যবিয়ের শিকার হন তায়েবা। স্বামীর আয়-রোজগারহীন সংসার ও সন্তান না হওয়ায় শ্বশুরবাড়ির লোকজনের কথা শুনতে হয়েছে অনেক। অবশেষে শাশুড়ি-দেবরের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে দুই বছর আগে তালাকের মাধ্যমে স্বামীর সংসার ছাড়েন তায়েবা। বর্তমানে হাতের কাজ করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি জেলা পর্যায়ে জয়িতা নির্বাচিতও হয়েছেন তিনি। তাইতো স্বপ্ন দেখেন নিজের মতো স্বাবলম্বী হতে পথ দেখাবেন সমাজের অবহেলিত ও নিপীড়িত নারীদের।

তায়েবা টাঙ্গাইলের পার দিঘুলিয়া এলাকার বাদশা মিয়ার মেয়ে। ২০০৭ সালে ৯ম শ্রেণিতে পড়া অবস্থায় পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার সল্লা গ্রামে তার বিয়ে হয়। স্বামীর রোজগার না থাকায় ও সন্তান না হওয়ায় শাশুড়ি-দেবরের মানসিক নির্যাতনে তিন বছর আগে তার বাবার বাড়ি পার দিঘুলিয়ায় চলে আসেন। দুই বছর আগে স্বামীকে তালাক দেন তায়েবা। ২০২০ সালে মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে পাটের তৈরি চট দিয়ে ব্যাগ ও নকশার কাজ শুরু করেন। বিক্রি করেন ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। আশপাশের কয়েকজন নারীও কাজ করছেন তার সঙ্গে। গত বছর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেছেন। ২০২১ সালে টাঙ্গাইলের মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে জয়িতা নির্বাচিতও হয়েছেন। তায়েবা বলেন, আমি দেশের জন্য কিছু করতে চাই। সমাজের নির্যাতিত, অবহেলিত ও নিপীড়িত নারীদের স্বাবলম্বী করতে সরকারসহ সবার সহযোগিতা কামনা করছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম