Logo
Logo
×

শিল্প বাণিজ্য

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Icon

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যথাযোগ্য মর্যাদায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুক্রবার মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। সকাল ৮টায় ড্যাফোডিল স্মার্ট সিটি বিরুলিয়ায় শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ উপলক্ষ্যে ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন ড. এম সামসুল আলমের নেতৃত্বে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে নীরবতা পালন শেষে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শেখ মোহাম্মদ আল্লাইয়ারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাতের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমানের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি র‌্যালি বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে মহান ভাষা আন্দোলনে শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করে। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম