Logo
Logo
×

শিল্প বাণিজ্য

‘কপ২৯’ সম্মেলনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

Icon

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৯তম সম্মেলনে (কপ২৯) অংশগ্রহণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছানো এবং জনজীবনে আবহাওয়ার চরম প্রভাব পড়ায় বিভিন্ন দেশের সরকার, ব্যবসায়িক মহল এবং সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের আলোচনার প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত ও স্থায়ী সমাধানের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়। আজারবাইজানের বাকুতে চলতি বছরের ১১ নভেম্বর শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। ডিআইইউ’র পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইমরান হোসেইন, জ্যেষ্ঠ প্রভাষক সামিহা খান এবং ফাতেমা তুজ জোহরা সাদিয়া নামের একজন শিক্ষার্থী এ সম্মেলনে অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম