শূন্যে হাঁটে প্রজাপতি মন-
উপচে পড়ে রুপার খামে রোদ
আগুন লাগা ফাগুনের হলকায়...
তোমার নগর ফুলে ফুলে ঝলকায়।
অগ্নিশিখায় ফুটফুটে লাল কৃষ্ণচূড়ার শির;
শ্যামল বনে বহ্নি সুধা আলতারাঙা নদ
গড়িয়ে পড়ে গিরিপথে অমিয় শ্যাম্পেইন
তোমার বাঙলোয় আমার বসবাস...
চুমু দিয়ে যায় রঙিলা বাতাস।