জুতা আবিষ্কারের পর থেকে মাটির সঙ্গে নাকি
মানুষের অনাদিকালের সম্পর্কের ইতি ঘটেছে।
এখন মাটির সঙ্গে মানুষের সংযোগ গড়ে ওঠে
মূলত মানুষের মৃত্যুর পর।
অন্যপক্ষে জলকণা জন্মসূত্রে রক্তের মতো
মৃত্তিকার রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হয়।
এভাবে যুগে যুগে জলের সাথে মাটির সম্পর্ক
মানুষের তুলনায় অনেক বেশি দৃঢ়,
নিবিড় ও গভীর।
মাটি তবুও মানুষকে ভালোবাসে।
মানুষের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে মাটি
তাই অপেক্ষা করে, মানুষের মৃত্যু পর্যন্ত।