Logo
Logo
×

স্বাধীনতা দিবস সংখ্যা

আমি বাঙালি

Icon

আলম মাহবুব

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একাত্তরে আমরা দাঁড়িয়ে ছিলাম মুখোমুখি

সাপের উদ্ধত মাথা নুয়ে পড়েছিল ঘাসে

লাল চোখে নিভে গিয়েছিল রক্তের পিপাসা।

চামড়া তুলে আমরাই তবলের বোল তুলেছিলাম

ধাগে নাগে তেটে ধিন ধা ধিন ধিন তা

একটাই দফা স্বাধীনতা

কশেরুকা ভেঙে ডুগডুগি বাজিয়ে ছেড়েছি দাঁতালের

বাংলায় ছাড় নেই আর কোনো জানোয়ারের

মেঘের জানালা ফাঁক করে আজ

আলোর সেতু উড়াল দিয়ে আসে বিদ্রোহী পদ্মার বুকে।

দশদিক উন্মুক্ত জানালা মাঠ ভরা রোদ্দুর

সকাল-সন্ধ্যা কবিতা পাঠ

জয় বাংলার মুক্ত হাওয়ায় আলো মাটি গানের স্বরবর্ণ

আবিশ্ব জেনেছে আমি বাঙালি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম