Logo
Logo
×

স্বাধীনতা দিবস সংখ্যা

প্রলয়ের সুর

Icon

দুখু বাঙাল

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এক সময়ের রেজগি পয়সাগুলো তলোয়ার হয়ে

চকচক করছে আজ আমার চারপাশে।

পকেটের বোঝা অর্থাৎ জিম ভারী হয় বলে

হামেশা জিমের ভেতর শব্দ করে মারামারি করে বলে

এবং সুযোগ পেলে হাত থেকে লম্ফ দিয়ে

স্বামী ছেড়ে যাওয়া পরকীয়া কবিলার মতো

আর কারও হতে চায় বলে

আশপাশের কারও হাতে তুলে দিতে পারলেই যেন

এক সময় হালকা হতাম, বেঁচে যেতাম আমি।

একবার এক ভিখেরিকে এক চালান তুলে দিতেই

অবাক হলেন-এত্তো! দারোগা হও, দারোগা হও বাপ!

এই ধাতবরা বড় বেশি পরিবর্তনশীল

এরা তলোয়ার হয়, মাও সে তুঙের বন্দুকের কার্তুজও হয়।

এক সময়ের রেজগি পয়সাগুলো তলোয়ার হয়ে

চকচক করছে আজ আমার চারপাশে।

এরা জানে না আমি সেই প্রলয়ের সুর

যে সুরে সমুদ্র এসে চিরদিন দিকে দিকে ছড়ায় আগুন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম