
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৬:০৪ এএম

নকুল শর্ম্মা
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
টাকা থেকে আ-কার ছুটে
টাক হয়েছে হায়!
টাকা দিয়ে টাকের বিপাক
দূর করা না যায়।
টাক দেখে ভাই আঙ্কেল ডাকে
দুঃখ কারে কই,
মনের কষ্ট মনেই রাখি
ভেবেচিন্তে সই।
আরে বাবা, দেখ না ভেবে
টাকের এমন ভেদ,
কম বয়সে টাকের কারণ
জাগে বড় জেদ।
ইচ্ছা করে কেউ কি চায়
মাথায় পড়ুক টাক?
কান দেব না কারও কথায়
সবই গোল্লায় যাক।
মাধবপুর, হবিগঞ্জ