
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৫০ এএম

সেলিম কামাল
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
পিস পিস কিনা কেজিতে বেচোস,
কী পাইছিস তোরা তরমুজে!
অ্যাতো লোভ ক্যান? ক্রেতারে ঠকাস!
সুযোগ পাইলে কষে ধরমু যে-
আমার রুহু রে কষ্ট দিছোস!
গারদখানাতে তোরে ভরমু যে।
ইতিহাস বলে কী, শিক্ষা হয় নাই?
তোরেও দেশছাড়া করমু যে।