
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৫০ এএম

আকিব আল হাসান
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
সারা জীবন বাংলা মিডিয়ামে টেনেটুনে পাশ করা বান্টি হঠাৎ ঢাকায? এসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ভর্তি হয়। শিক্ষক একদিন ক্লাসে শিখাচ্ছিল Was আর Had দুইটার অর্থই-ছিল।
শিক্ষক : আচ্ছা বান্টি, এইবার বল তো আমার একটি গরু ছিল ইংরেজি কী?
বান্টি : স্যার, এইটা তো খুব সহজ-I was a Cow.
শিক্ষক : রাগে কটমট করে বলছে, হাঁদারাম কে বলেছে তুই গরু ছিলি! তুই তো এখনো গরুই আছিস!
অকাজের কাজী দুই বন্ধু মন্টু আর জন্টু ভার্সিটি যাওয়ার পথে হঠাৎ একটা আমগাছ দেখতে পেল। তখন-
মন্টু : দেখ কত সুন্দর করে আমগুলো ঝুলে আছে।
জন্টু : চল, আমরাও আম হয়ে ঝুলে পড়ি।
কিছুক্ষণ ঝুলে থাকার পর হঠাৎ ধপাস করে পড়ে যায় মন্টু।
জন্টু : কিরে মন্টু, পড়ে গেলি কেন?
মন্টু : আমি পেকে গেছি তাই পড়ে গেছি!
নিকলী, কিশোরগঞ্জ