
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০১:১৪ পিএম

জিনিয়াস মাহমুদ
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাকা : আচ্ছা, তোর তন্নী মেডাম কেমন রে?
ভাতিজা : বহু গুণে গুণান্বিত এবং সুন্দরীও। তবে একটু রাগী! এটা ব্যাপার না। মেডামদের একটু-আধটু রাগ থাকা ভালো। হঠাৎ করে তুমি মেডামের কথা জিজ্ঞেস করছ কেন?
কাকা : না মানে, তোর মা বলেছিল আমার জন্য নাকি উনারে পছন্দ করেছে। তোর কাকিমা বানাতে চায় আর কি।
ভাতিজা : এই কাজ ভুলেও করো না কাকা! আমি অঙ্কে একটু দুর্বল বলে প্রতিদিন মেডামের থাপ্পড় খেতে খেতে কালো দুই গাল লাল হয়ে গেছে! দাদুর কাছে শুনেছি, তুমিও নাকি অঙ্কে কাঁচা! খাল কেটে কুমির আনার দরকার নেই!
বউ : আচ্ছা, বিদেশ থেকে আসার সময় আমার জন্য আপনি কী আনবেন?
বর : তুমি যা আনতে বলবে, তাই আনব। তোমার পছন্দের বাইরে কিছুই আনব না। বলো তোমার কী লাগবে?
বউ : আপনার যা ভালো লাগে, তা আনলেই আমি খুশি।
বর : সত্যি বলছ! ঠিক আছে, তোমার জন্য বিদেশের সুন্দর সুন্দর ছবি তুলে নিয়ে আসব।
দাম্মাম, সৌদি আরব