খাইখাই করে হাবু
একবারে খামা খা,
নিজে খাবে আমাকেও
ডেকে বলে মামা খা।
আমি বলি এতো ক্ষিধে?
বই-জুতো জামা খা,
পেট ভর সস্তাতে
অফারটা ধামাকা।
টব-ব্রাশ ইট-বালু
লোহা-কাঁসা-তামা খা,
কড়কড়ে রোদে পোড়া
ধুলো মাঝে হামা খা।
সিনেমার নায়কের
নায়িকার ড্রামা খা,
গায়কের বাদ্য ও
সুর সারেগামা খা।
মিরপুর, ঢাকা