Logo
Logo
×

বিচ্ছু

রম্যছড়া

মশক সমাচার

Icon

শচীন্দ্র নাথ গাইন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সন্ধে থেকে নিত্য ওদের কোরাস গাওয়া শুরু

বেসুরো ভাব কানে এলেই বুকটা কাঁপে দুরু।

একটু আঁধার পেলেই ওরা আসে দলে দলে

আশেপাশে উড়তে থাকে গান শোনানোর ছলে।

পাষণ্ডরা হামলা চালায় বিদ্ধ করে হুলে

খুব ঝামেলা সৃষ্টি করে বসলে কিংবা শুলে।

আপন এবং পর চেনে না নেইও স্বজনপ্রীতি

চড়-থাপ্পড় পাওনা হলেও অন্তরে নেই ভীতি।

গরম দিলেও হয় না নরম বৃথাই কিছু বলা

থাকলে শরম শখ হতো না খেতে হাতের ডলা।

ওদের কাছে সবই সমান অট্টালিকা, কুঁড়ে

উজির-নাজির-প্রজায় কাবু আসলে ওরা উড়ে।

যেই ফাঁকা পায় মশারিটা হুট করে যায় ঢুকে

অনাদরেও চুম দিয়ে যায় শরীরসহ মুখে।

কত্তো জনে রক্ত চুষেও সমাজে পায় তালি

একটু না হয় খেলোই মশক, কেউ দিও না গালি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম