Logo
Logo
×

বিচ্ছু

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

Icon

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাছে কাঁঠাল গোঁফে তেল-বলুন তো, এর

পরের লাইন কী?

সামিয়া ফারহিন

গৌরীপুর, ময়মনসিংহ

তেলা মাথায় ঢালো তেল, শুকনো

মাথায় ভাঙ বেল!

আচ্ছা, ইন্টারনেট ছাড়া ইন্টারনেট আবিষ্কার

হলো কীভাবে?

মোখতারুল ইসলাম মিলন

ধামরাই, ঢাকা

বিদ্যুৎ ছাড়া যেভাবে কারেন্ট আবিষ্কার

হয়েছে সেভাবে!

বিচ্ছুর কাছে জানতে চাই, মেয়েদের পেটে কথা থাকে না কেন?

সোমা মুৎসুদ্দী

নন্দনকানন, চট্টগ্রাম

মেয়েরা ছেলেদের চেয়ে উদার তো, তাই কথা জমিয়ে না রেখে বিলিয়ে দেয়!

আচ্ছা বলুন তো দেখি, হাতি কি কখনো গাছে উঠতে পারে?

ইমরান খান রাজ

দোহার, ঢাকা

না, তবে যে কোনো সময় গাছ ভেঙে হাতির উপর পড়তে পারে!

মহা অবান্তর প্রশ্ন

আপনার কী মনে হয়, মানুষ প্রেমে পড়ে নাকি প্রেম মানুষের ওপর পড়ে?

তাসনিয়া মিতু, ইডেন কলেজ, ঢাকা

মানুষই প্রেমে পড়ে। প্রেম পড়াশোনা জানে না তো তাই কখনো পড়ে না!

প্রশ্ন পাঠান এই ঠিকানায়

বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর

ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯

মেইল : bicchoojugantor@gmail.com

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম