এক জুতার কারখানায় আগুন লেগেছে। কারখানার মালিক খবর দিলেন দমকল অফিসে। চটজলদি হাজির হলো দমকল বাহিনী। কারখানার সামনের ছোট গলিটার দুই পাশের চায়ের দোকানগুলো ভেঙে, কারখানার সদর দরজা গুঁড়িয়ে দিয়ে, দেওয়াল ভেঙে অগ্নিকুণ্ডের সামনে এসে থামল গাড়ি! প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে গাড়ির পেছনে রাখা পানির ট্যাংকটা ছিটকে গিয়ে পড়ল আগুনের ওপর। সঙ্গে সঙ্গে নিভে গেল আগুন।
দমকলকর্মীদের তৎপরতা দেখে খুব খুশি হলেন কারখানার মালিক। তিনি দমকল বাহিনীর প্রধানের হাতে বিশ হাজার টাকা পুরস্কার তুলে দিয়ে জিজ্ঞেস করলেন, ‘এ টাকা দিয়ে আপনারা কী করবেন বলুন তো?’
দমকল বাহিনীর প্রধান জবাবে বললেন, ‘প্রথমেই গাড়ির ব্রেকটা ঠিক করব!’
মা তার ছেলেকে খুব বকাবকি করছেন আর বলছেন, ‘তোকে নিয়ে আর পারি না। তোর বাবার মতো হতে পারিস না?’
ছেলে কিছুটা অবাক হয়ে জানতে চাইল, ‘সবসময় একই কথা বল। বাবা এমন কী উল্লেখযোগ্য কাজ করেছেন যে তার মতো হতে হবে?’
জবাবে মা বললেন, ‘তোর বাবাকে ভদ্র ব্যবহার করার জন্য জেল কর্তৃপক্ষ গত বছর তার শাস্তি ছয় মাস কমিয়ে দিয়েছিল!’
গ্রন্থনা : রাফিয়া আক্তার