Logo
Logo
×

বিচ্ছু

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

Icon

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কথায় বলে, অন্যের কথায় কান দিতে নেই। কান

দিলে কী হয়?

মৌমিতা মাহমুদ

গ্রীন রোড, ঢাকা

কান দিলে যদি পরে ফেরত না দেয়! তাই কান না দেওয়াই ভালো!

স্কুল-কলেজে পড়লে জ্ঞান বাড়ে, আর রাস্তা-ঘাটে

পড়লে কী বাড়ে?

আরিফুর রহমান

আগ্রাবাদ, চট্টগ্রাম

যন্ত্রণা বাড়ে! মানে

হাত-পা ভেঙে হাসপাতালে ভর্তি হতে হয়।

দেশের চেয়ে বিদেশ ভালো, বিদেশের চেয়ে কী ভালো বলুন তো?

মামুন মিয়া

টেকনাফ, কক্সবাজার

দেশ ভালো। মানে বিদেশ থেকে প্রচুর টাকা-পয়সা নিয়ে দেশে ফেরত আসা ভালো।

অনেকে নাকি ঘুস খান। আচ্ছা, ঘুস খেতে

কেমন বলুন তো?

রীতা সেন

বেগমগঞ্জ, নোয়াখালী

কখনো খাইনি তো, কিছু পাঠিয়ে দিন খেয়ে দেখি তারপর বলতে পারব!

মহা অবান্তর প্রশ্ন

আচ্ছা, কী খেলে ভালো ভালো প্রশ্ন করতে পারব বলুন তো?

মায়মুনা লিজা, জৈন্তাপুর, সিলেট

কিছু না খেলে! মানে খালি পেটে প্রচণ্ড ক্ষিধায় যখন চোখে সর্ষেফুল দেখবেন, তখনই মাথায় ভালো ভালো প্রশ্ন আসবে!

প্রশ্ন পাঠান এই ঠিকানায়

বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯

মেইল : bicchoojugantor@gmail.com

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম