Logo
Logo
×

বিচ্ছু

বর্ণচোরার স্বর্ণ চুরি

Icon

লেখা : সত্যজিৎ বিশ্বাস * আঁকা : কাওছার মাহমুদ

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাধু বাবা, ব্যাংকে রাখা সব স্বর্ণ বিক্রি করে দিছে ব্যাংকের চেয়ারম্যান, এখন আমার কী হবে?

কাঁদিস না, তোর কিচ্ছু হবে না। স্বর্ণ বিক্রি করেছে, গ্রাহকদের তো বিক্রি করে নাই!

ভাই-ভাগনেকে নিয়ে ব্যাংকের ১২ হাজার ভরি স্বর্ণ লুটে নিল! কী বলবেন এটাকে?

বলার কিছু নেই! হাতের কাছে পেলে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিতাম!

ছি ছি ছি! মানুষ না অন্য কিছু? আচ্ছা এত স্বর্ণ লুট করার কারণ কী হতে পারে?

মনে হয় বউয়ের আবদার! বউয়ের আবদার কাকে না মেটাতে হয় বল? কারও কম, কারও বেশি, এই যা।

বলছেন স্বর্ণ লুট করেননি! তাহলে ব্যাংক থেকে সরালেন কেন?

সরাইনি তো। সব স্বর্ণ ট্যুরে পাঠিয়েছি!

কোনো কিছুতেই তাড়াহুড়া করবি না। মনে রাখিস, আগে গেলে বাঘে খায়, পিছে গেলে স্বর্ণ পায়।

যুগ পালটাইছে, ওইদিন আর নাই। এখন আগে গেলে স্বর্ণ পায়, পিছে গেলে হায় হায়!

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম