Logo
Logo
×

অমর ২১শে ফেব্রুয়ারি

সর্বস্তরে বাংলা প্রচলনের আহ্বান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহিদের প্রতি শ্রদ্ধা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘বহুভাষিক শিক্ষা-একটি বহুভাষিক বিশ্বে শিক্ষাকে রূপান্তরিত করার প্রয়োজনীয়তা’-এ প্রতিপাদ্যে মঙ্গলবার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটিতে ভাষাশহিদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। এছাড়া বিভিন্ন স্থানে প্রভাতফেরি সহকারে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন, চিত্রাংকন প্রতিযোগিতা, ভাষাশহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়াসহ এরূপ আরও কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচি থেকে বাংলা ভাষা ও সংস্কৃতির যথাযথ চর্চাসহ সংরক্ষণে যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষা প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করা হয়। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর : বরিশালে শহিদদের শ্রদ্ধা জানান, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, আয়েশা তৌহিদা লুনা, বিভাগীয় কমিশনার আমিন উল ইসলাম, রেঞ্জ ডিআইজি আখতারুজ্জামান, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, র‌্যাব-৮ এর অধিনায়ক মাহামুদুল হাসান, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হোসাইন, জেলা আওয়ামী লীগের সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ইকবাল হোসেন তাপস ও অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।

সিলেটে শহিদদের শ্রদ্ধা জানান, সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শ্রদ্ধা জানান। এদিকে সিলেট শিল্পকলা একাডেমিতে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। নেত্রকোনায় দিবসের সূচনা করেন মেয়র মো. নজরুল ইসলাম খান। পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুর রহমান (ভিপি লিটন) প্রমুখ শহিদ বেদিতে শ্রদ্ধা জানান। ময়মনসিংহে শহিদদের শ্রদ্ধা জানান, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মো. মোস্তাজিার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি এহেতেশামুল আলম, সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, জাতীয় পার্টি মহানগরের সভাপতি জাহাঙ্গীর আহমেদ। কিশোরগঞ্জে শহিদদের শ্রদ্ধা জানান, এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সম্পাদক এমএ আফজল, মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। টাঙ্গাইলে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, এমপি ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ। সুনামগঞ্জে শহিদদের শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পুলিশ সুপার এহসান শাহ্, মেয়র নাদের বখত। জামালপুরে শহিদদের শ্রদ্ধা জানান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মাজাফ্ফর হোসেন এমপি, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু। ফুলপুরে সভায় বক্তব্য দেন ইউএনও এম সাজ্জাদুল হাসান, এসিল্যান্ড অমিত রায়। মাধবপুরে সভায় বক্তব্য দেন প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন। কাউখালীতে ইউএনও মেহের নিগার সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি আব্দুস শহীদ, সম্পাদক মনিরুজ্জামান পল্টন। নড়াইলে শহিদদের শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, সদর উপজেলা চেয়ারম্যাম নিজাম উদ্দিন খান নিলু, মেয়র আঞ্জুমান আরা। পাকুন্দিয়ায় র‌্যালিতে অংশ নেন জেলা মহিলা লীগের সম্পাদক ও শিমুলিয়া স্কুল অ্যান্ড কলেজের সভাপতি বিলকিছ বেগম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লিয়াকত আলী। কমলগঞ্জে : ইউএনও সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান, অধ্যাপক মো. রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন-অধ্যক্ষ রসময় মোহান্ত, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার। গৌরীপুরে : শহিদদের শ্রদ্ধা জানান-নাজিম উদ্দিন আহমেদ, এমপি, উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ইউএনও ফৌজিয়া নাজনীন, মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। কালকিনিতে : সভায় প্রধান অতিথি এমপি তাহমিনা বেগম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, ইউএনও পিংকি সাহা, আ.লীগের সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন মেয়র এসএম হানিফ। ভোলায় : সভায় বক্তব্য দেন-জেলা প্রশাসক মো. তৌফিক ই লাহী চৌধুরী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হক, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহামুদ, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনল হোসেন বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম সম্পদক ইয়ারুল আলম লিটন। শহিদ মিনারে এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। কর্মসূচিতে উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, ইউএনও অনামিকা নজরুল, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম উপস্থিত ছিলেন। মুক্তাগাছায় : শ্রদ্ধা জানান-একেএম লুৎফর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ। এ সময় কৃষি কর্মকর্তা সেলিনা পারভীন, এলজিইডি কর্মকর্তা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সিংগাইরে : ভাষা শহিদ রফিকের বাড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান শ্রদ্ধা নিবেদন করেন। মাধবপুরে : ইউএনও মনজুর আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন-প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, মামুন হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন।

মাদারীপুরে : শ্রদ্ধা জানান-জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মো. মাসুদ আলম, সদর ইউএনও মো. মাইনউদ্দিন প্রমুখ। ফুলবাড়িয়ায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম। সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য দেন সহ-সভাপতি একেএম শামসুল হুদা। চুনারুঘাটে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, ইউএনও সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন জিতু, সম্পাদক আনোয়ার আলী। কলমাকান্দায় শ্রদ্ধা জানান, এমপি মানু মজুমদার, সাবেক এমপি ছবি বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক, ইউএনও আসাদুজ্জামান। কোটালীপাড়ায় প্রভাতফেরিতে উপস্থিত ছিলেন ইউএনও ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আয়নাল হোসেন শেখ, কৃষি কর্মকর্তা নিটুল রায়। চিতলমারীতে এমপি শেখ হেলাল উদ্দীনের পক্ষে পূষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবুল হোসেন খান, সম্পাদক পীযূষ কান্তি রায়। শ্রদ্ধা জানান, উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা। আগৈলঝাড়ায় শ্রদ্ধা জানান, উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, ইউএনও মো. সাখাওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, আওয়ামী লীগের সভপতি সুনীল কুমার বাড়ৈ ও সম্পাদক আবু সালেহ মো. লিটন। পাইকগাছায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মমতাজ বেগম। বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেন, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান। মদনে ইউএনও তানজিনা শাহরীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কদ্দুছ, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার নূরুল হুদা খান। ভাঙ্গায় সভায় মো. আজিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহামুদুল রহমান। মধুপুরে সভায় সভাপতিত্ব করেন ইউএনও শামীমা ইয়াসমীন। বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, ভাইস চেয়ারম্যান শরফি আহমেদ নাসির। দেওয়ানগঞ্জে ইউএনও কামরুন্নাহার শেফার সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা বিকাশ কবির ইমরানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন। বক্তব্য দেন মেয়র শেখ মুহাম্মদ নুরুন্নবী অপু, আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক শাহজাহান আকন্দ। মৌলভীবাজারে শহিদদের শ্রদ্ধা জানান এমপি নেছার আহমদ, সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মো. জাকারিয়া ও মেয়র ফজলুর রহমান। ঝালকাঠিতে শ্রদ্ধা জানান সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির। শরীয়তপুরে শহিদদের শ্রদ্ধা জানান এমপি ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, পুলিশ সুপার মো. সাইফুল হক ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান খান। পটুয়াখালীতে শ্রদ্ধা জানান এমপি কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, এসপি মো. সাইদুল ইসলাম ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মেয়র মহিউদ্দিন আহম্মেদ। শেরপুরে আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন শহিদদের শ্রদ্ধা জানান। হবিগঞ্জে শহিদদের শ্রদ্ধা জানান এমপি মো. আবু জাহির, এমপি মো. আবদুল মজিদ খান, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হক ও বিএমএ সম্পাদক ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল। পিরোজপুরে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এছাড়া শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান, পুলিশ সুপার মো. সাঈদুর রহমান, পিরোজপুর শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী সাইফুদ্দিন ও জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী। ভূঞাপুরে ইউএনও মো. বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ছোট মনির। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম। এছাড়া উপজেলা আ.লীগ সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদের নেতৃত্বে র‌্যালি বের হয়। স্বরূপকাঠিতে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, মেয়র গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল, আওয়ামী লীগের সম্পাদক এসএম মুইদুল ইসলাম। আমতলীতে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান। বক্তব্য দেন কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার। ধোবাউড়ায় সভায় ইউএনও (ভারপ্রাপ্ত) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসাইন। গোলাপগঞ্জে উপস্থিত ছিলেন ইউএনও মৌসুমী মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান। বড়লেখায় ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম