ভাষানটেকে বিস্ফোরণ
পাঁচজনের মৃত্যুর পর চলে গেলেন দগ্ধ লিজাও
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজধানীর মিরপুরের ভাষানটেকে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে দগ্ধ লিজা আক্তারও মারা গেলেন। শনিবার সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগুনের ঘটনায় একে একে পরিবারের দগ্ধ ৬ জনের মৃত্যু হলো।
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, লিজার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। একই ঘটনায় এর আগে তার নানি মেহেরুন্নেসা, বাবা লিটন চৌধুরী, মা সূর্য বানু, বোন লামিয়া ও ভাই সুজনের মৃত্যু হয়েছে। ১২ এপ্রিল ভোরে মিরপুর ১৩ নম্বর ভাষানটেকে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।