Logo
Logo
×

উত্তরের জনপদ

মুন্সীগঞ্জের ১৫ মন জাটকা জব্দ আটক ২

Icon

যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জে মাছের আড়ত থেকে ১৫ মন জাটকা ও সাড়ে তিন মন পাঙাশের পোনা জব্দ করা হয়েছে। এ সময় জাটকা বিক্রির অভিযোগে দুইজনকে আটক করা হয়।

নৌ পুলিশ ও মৎস্য অফিস শনিবার সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সদর উপজেলার রিকাবীবাজারের মৎস্য আড়তে বিভিন্ন মাছের দোকানে যৌথভাবে এই অভিযান চালিয়ে মাছ জব্দ করে। এ সময় আটকরা হলো নোয়াখালী জেলার সুবর্ণচরের চরভাটা গ্রামের আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ মাসুম ও আব্দুল মনামের ছেলে মোহাম্মদ আলী।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাজাহারুল ইসলাম জানান, রিকাবীবাজারের মৎস্য আড়তগুলোতে মাছের আড়ালে লুকিয়ে জাটকা বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যান জাটকা ব্যবসায়ীরা। জব্দ জাটকা মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় বলে জানিয়েছেন অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম